আজ সারাদেশে পালিত হয়ে গেল বই উৎসব।
গত কয়েক বছর ধরে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরন করছে সরকার। এ পদক্ষেপের জন্য সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
আশা করছি বিগত বছরের মত এবার পাঠ্যপুস্তক সংক্রান্ত কোন বিতর্ক থাকবে না।
শিক্ষার্থীদের নতুন বই পাওয়ার আনন্দ,নতুন ক্লাস, নতুন বইয়ের গন্ধ আমাকে নস্টালজিক করে তোলে।
স্কুল জীবনে আমরা বিনামূল্যে বই না পেলেও আমাদের আনন্দ উচ্ছাস বর্তমান স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের চাইতে কম ছিল না।
সেই ছেলেবেলা,নতুন পোষাক,নতুন ক্লাস,নতুন বই,নতুন গন্ধ। ১/২ তারিখে ভর্তি হয়ে গেলে আমাদের হাতে আসতো নতুন বই।আমাদের চোখে মুখে আনন্দের ঝিলিক লেগে যেত। নতুন বই নিয়ে বাড়ি এসে প্রতিটি পৃষ্ঠা খুলে খুলে গন্ধ নিতাম।আর দেখতাম, কোন কবিতা, কোন গল্প, কি কি ছবি দেওয়া আছে। এখনো নতুন কোন বই কিনলে বই খুলে গন্ধ নিই। আমার মা হচ্ছেন একজন যত্নশীল মা। তিনি আমাদের যেমন যত্ন করে বড় করেছেন।তেমনি বইয়ের প্রতি যত্নশীল হতে শিখিয়েছেন। নতুন বই এবং গাইড বই কেনার কয়েকদিনের মধ্যে তিনি বই বাঁধার কাগজ দিয়ে খুব যত্ন করে আমার এবং আমার বোনের বই বেঁধে দিতেন। মনে পড়ে, আমাদের গ্রামের বাড়ির উঠানে বিকেল বেলা পাটি বিছিয়ে বসে বসে বই বেঁধে দিতেন। আমি আর আমার বোন বসে থাকতাম মায়ের দুপোশে।
সেই সব দিনগুলি, আমার ছেলেবেলা, স্কুল জীবন স্মৃতিতে ভেসে ওঠে।
শিক্ষার্থীরা আজ নতুন বই পেয়েছে।তারা শুরু করতে যাচ্ছে নতুন ক্লাস, নতুন সিলেবাস।
শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা।
সরকার এবং শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে - প্রশ্নপত্র ফাঁস
, গাইড বই বিপনন, কোচিং বাণিজ্য বন্ধ্যে কার্যকরী পদক্ষেপ নিবেন।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪