আপনি আমি আমরা সবাই জানি।অধিকাংশ মানুষ চাইবেনা আপনার নিমজ্জন দূরীভূত হোক।মানুষ মাত্রই স্বার্থানেষী।তাই আপনি ব্যাধিতে আক্রান্ত হওয়ার পূর্বেই সচেতন হোন।নইতো আপনার নিমজ্জনে কেউ না কেউ আপনার স্থান অধিকার করে নিবে স্বর্ণোজ্জল মঞ্চে।
কিছু কিছু মানুষ হতাশা থেকে উত্তরণের জন্য অজান্তে ভুল পথ বেছে নেয়।যা তাদের উত্তরণ তো করে না।বরং টেনে নিয়ে যায় নিঃশেষের পথে।কেউ কেউ হতাশা থেকে বাঁচার জন্য মাদকাসক্ত হয়ে পড়ে।মাদক কোন কালে কখনোই কোন সমস্যার সমাধান করতে পারে না।মাদক সাময়িক আপনাকে ভুলিয়ে রাখতে পারে যাবতীয় বিষয়াদি থেকে।কিন্তু,একসময় সেটাই আপনাকে আঁকড়ে ধরবে আবার।বিষের ব্যাথা যদি বিষেই দূরীভূত হোত।তবে বিষ হোত উপাদেয় আহার্য।আমাদের অবশ্যই হতাশা থেকে উত্তরণের জন্য মাদক গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
আবার কেউ কেউ হতাশা থেকে উত্তরণের জন্য নিষিদ্ধ কিংবা মিথ্যে সঙ্গীর আশ্রয় নেয়।এটাও আপনাকে ক্রমাগত শূন্যের দিকে নিয়ে যাবে।যার মর্মার্থ ছাই ছাড়া কিছু অবশিষ্ট থাকবে না।এ পথে ভ্রমন থেকে আমাদের বিরত থাকতে হবে।
হতাশা উত্তরণের প্রয়োজনে আপনি বইয়ের সাগরে ডুব দিতে পারেন।বলা হয়-বই মানুষের সর্বোত্তম বন্ধু।আপনি পরিবারের সাথে সময় কাটাতে পারেন কিংবা সবাইকে নিয়ে কোথায় বেড়িয়ে আসতে পারেন।আপনি মেডিটেশন করতে পারেন।মেডিটেশন আমাদের দৈহিক ও শারিরিক উৎকর্ষ ঘটাতে বেশ বৃহৎ ভূমিকা রাখে।সাময়িক হতাশা থেকে উত্তরণের জন্য আপনি গান শুনতে পারেন কিংবা মুভি দেখতে পারেন।আপনি যদি স্রষ্টা বিশ্বাসী হোন।তবে প্রার্থনা কিংবা উপাসনায় মত্ত হতে পাবেন।নিজেকে ব্যস্ত রাখতে পারেন।হতাশা কখনোই ব্যস্ত মানৃুষদের আক্রান্ত করতে পারে না।গবেষণায় দেখা গেছে-কালো আঙ্গুরে এক ধরনের পদার্থ আছে।যা হতাশা দূর করতে সহায়তা করে।তাই কালো আঙ্গুর খেতে পারেন।
আমাদের পরিচয় যেন না হতাশাবাদীদের কাতারে।আমরা বেঁচে থাকি প্রাণোচ্ছল সবুজ পৃথিবীতে।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৬