পৌষের বিকেলে একদল বোহেমিয়ান ব্যাচেলর হেঁটে চলে গ্রাম্য রাস্তায় সু-দূরের সবুজের প্রান্তর অভিমুখে।
শুধু প্রান্তর নয়,এ এক শুদ্ধতম উদ্যান।
পানকৌড়ির রক্ত চোষে,দূরের কুয়াশা।
সবুজের ঘাসফুলের অলংকারে সাজে
একদল কিশোরী।
বকপাখি ফিরে চলে আপন ডেরায়।
বোহেমিয়ান ব্যাচেলর প্রসব করে
একবুক হতাশা এবং গতকালের আর্তনাদ।
ফুসফুস ভরিয়ে নেয় অম্লযান।
চোখ ভরিয়ে নেয় সবুজের আস্ফালন।
ক্রমে নেমে আসে বিস্মৃত অন্ধকার।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫