এদিকে তিমির রাতে বাসন্তী আসিয়া কহিল,"হৃদয় পিন্ড করিলাম সমর্পন তোমারি পদতলে।"
ঠাঁই দাও মোরে মিনতি হে।
আমি অভাগী,দেশান্তরী।
আশ্রয় মাগী মেদিনীর ধারে ধারেে।
সচকিত আঁখি ঝলসে পড়িছে একি!রূপের বিভা
গাত্র তাহার গৌর সুচারু,নয়নে ফুটিছে হরিণীর আভা।
এ কোন কলাপী?নীলিমা ছাড়িয়া দাঁড়ায়েছে আসিয়া
আমারি দ্বারে।
কে?কে তুমি,কলাপী?ব্যথিত কন্ঠে কর মিনতি।
আমি।আমি বাসন্তী হে।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৯