তোমাকে বসিয়েছি সর্বোচ্চ সম্মানীত স্থানে
সেখানো স্থান পায়নি কোন আপনজন।
পিতা-মাতা,আত্মীয়-স্বজন।
আমার বিশ্বাস,শ্রদ্ধা-ভক্তি কমতি ছিল না কিছু
না দিনে,না রাত্রিরে জপেছি তোমার আদেশ
অনুভূতি।
হৃদয়ে করেছে প্রেম ধারণ আমি ভিখারী।
চেয়ে আছি আকাশ পানে
এই পরিণতি।
বালির বাঁধের মত ভেঙ্গে দিলে
সকল বিশ্বাস।হায়,
চূর্ণ-বিচূর্ণ হয়ে ঝরে পড়ে,
ধ্বংস হয় সম্মানের দূর্গ।
আমি অবেলায় চেয়ে থাকি
আকাশ পানে।
এই পরিণতি!
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:১০