আজকে বেশ মজার একটা সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। শুধু মজার বললে ভুল হবে আসলে এটি বেশ কাজেরও। ধরুন আপনার একজন প্রিয়জনের ছবি তুলেছেন। কিন্তু ছবিতে দেখতে পাচ্ছেন উনার চেহারাটা গোমড়া মুখো হয়েছে। বা উনার চেহারায় ফানি এক্সপ্রেশন ফুটিয়ে তুলতে চান বা হাসি হাসি একটা চমৎকার মুখ দেখতে চান। তাহলে কি করা যায়? ছবিতো আর মানুষ না যে বললেই কান্না থেকে হাসি মুখ করে ফেলবে। তাহলে উপায়? হ্যা উপায় একটা আছে। আর সেটা হলো FaceFilter Studio।
যা যা করতে পারবেনঃ
* ছবির কালার ব্যালেন্স করতে পারবেন।
* অটো ছবি ক্লিন হবে।
* ছবিতে বিভিন্ন রকমের ইফেক্ট দিতে পারবেন।
* চোখের কালার পরিবর্তন করতে পারবেন।
* হাসি,দুঃখ বা ফানি এক্সপ্রেশন দিতে পারবেন।
এছাড়াও আরও কত কি!
বিস্তারিত এখানে
যেভাবে ব্যবহার করবেনঃ
প্রথমে একটা ছবি সিলেক্ট করুন।
তারপর পাশের গাইডের চিত্রের অনুরুপ আপনার ছবিতে সব দেখিয়ে দিন।
Next Step এ ক্লিক করে পরের ধাপে যান।
এই স্টেপে ছবির কালার,মাস্ক,চোখের কালার ইত্যাদি পরিবর্তন করুন।
আবার Next Step এ ক্লিক করে পরের ধাপে যান। এখন দেখবেন আপনার ছবির Attractive,Fun বা কাস্টম এক্সপ্রেশন শো করছে।
মেয়েটি এলিয়েন হলে যেমন হতো।
ব্যাস হয়ে গেল। এভাবেই ছবি নিয়ে মজা করুন।
ডাউনলোড লিঙ্কঃ
FaceFilter Studio v2.0.1120.1
আর সিরিয়াল কী সাথেই দেয়া আছে।
আশা করি আপনাদের কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।
পুর্বে টেকটিউনসে প্রকাশিত।