আমি বাংলাদেশের একটি সরকারী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি।আমি যদি প্রথম থেকে শুরু করি,তাহলে বলতে হয় আমি যখন সেকেন্ড টাইম এডমিশন দিই,তখন থেকে আমার পড়াশুনার প্রতি অনেক আগ্রহ জন্মায়।সেই আগ্রহটা এখনো প্রচন্ডরকম ভাবে আছে।আমি খুব আশা নিয়ে আমার সাবজেক্টে ভর্তি হয়েছিলাম ,যে আমি গবেষণা করবো। এবং যদি সুযোগ পাই উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যাবো।প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ চলে গেলো কিছুই বুঝে উঠতে পারি নাই।শুধু বড়ভাইদের সাথে মেশার সুবিদার্থে একটা বিষয়ে জানতে পেরেছি ,স্যারদের সাথে সম্পর্ক করতে গেলে স্যারদের একটু তেল মারতে হবে।আমি যে স্যারদের তেল মারবো এটা স্যাররাও বুঝবে যে আমি তাদের তেল মারছি,কিন্তু তারপরো এমনটি করতে হবে।কিন্তু আমি এই স্বভাবটা এখনো অর্জন করতে পারি নাই।যতোটা পারি স্যারদের থেকে দূরে থাকার চেষ্টা করি।এটারো একটা কারন আছে,আমার কাছে মনে হয় যতো স্যারদের ফোকাসে থাকবো ততো স্যাররা আমার ফল্ট পাবে, তখন আমার জীবন ত্যানা ত্যানা করে দিবে।সুতরাং দূর থেকে শুধু ভালোবাসাই দিয়ে গেলাম।আমার এক বন্ধু একটা কথা বলতো,যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একটা কলম দেখায়ে বলে এটা একটা ফুটবল তখন আমাদের চোখ বুঝে মেনে নিতে হবে এটা একটা ফুটবল।কোনো অবস্থাতেই স্যারদের মতের বিরোধী হওয়া চলবে না।মতের বিরোধী হলেই স্যারদের রোষানলে পড়তে হবে।
আর একটা বিষয়ের জন্য আমি সবসময় স্যারদের থেকে দূরে থাকতাম সেটা হলো- কিছু ফকিবাজ ছাত্র আছে তারা স্যারদের সাথে খুব সহজভাবে ভালো সম্পর্ক করে ফেলে।পরবর্তীতে তারা অনেক সুযোগ-সুবিধা পাই।তখন নিজে আরও পিছিয়ে পড়ি।মনে হয়,ওরা যেভাবে করছে আমি সেভাবে পারবো না।
যাই হোক এইবার মূল প্রসঙ্গে আসি,আমি এখন তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিষ্টার এ অধ্যয়ন করছি,এখন আমি গবেষনা বিষয়ক কাজ করতে চাই এবং শিখতে চাই।এর জন্য আমি কিভাবে ডিপার্টমেন্ট এর শিক্ষকদের সাথে সম্পর্ক তৈরি করবো?
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৭