এখন অনেকেই ভিডিও গেমস খেলে থাকেন।স্মার্টফোন হাতের নাগালে আসাতে অনেকেই গেমস এর প্রতি আসক্ত হয়ে পড়েন।তারমধ্যে সিওসি(COC) গেমসটা বর্তমানে অনেক বেশি জনপ্রিয়।অনেকেই ককের(COC) কথা শুনলে নাক শিটকান।কিন্তু যারা কক(COC) খেলে তাদের ভালোবাসার জায়গা থেকে সম্মান দিতে হবে।কক(COC) একটা সার্বজনীন গেম।স্কুলের বাচ্চা থেকে শুরু করে কলেজে,ভার্সিটি পড়ুয়া ছাত্র-ছাত্রীরাও এই গেম খেলে থাকেন।এমনকি পেশাজীবী লোকজনও এই গেম খেলে থাকেন।একটা জিনিসের মধ্যে ভালো লাগার কিছু না থাকলে এতো মানুষ এই গেমটা খেলতো না।আমার এক বড় ভাই তার ফেসবুক ওয়াল এ কক(COC) সম্পর্কে একটা কমেন্ট করেছিলো যে-কক(COC) খেললে সময় কেটে যায়,গারলফ্রেন্ডকে ভুলে থাকা যায়।অনেক ভালো লেগেছিলো কমেন্টটা।এই গেমে নারী সদস্যদের বিচরন চোখে পড়ার মতন।এই বিশ্বকাপ-২০১৬ তে বাংলাদেশ ভারতের কাছে যখন হেরে গেলো তখন আমার এক বন্ধু বললো-যে ছেলেকে সারাদিন ঘরের কোনায় বসে কক(COC) খেলতে দেখছি সে আজকে ঘরের কোনায় বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে।দোস্ত কান্দিস না আমরাও একসময় ক্রিকেটে আধিপত্য করবো।এতোকিছু বলার মূল কারন হলো আজকে মে মাসের ২ তারিখ।১লা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়।কক(COC) খেলায় ৫টা বিল্ডার থাকে এবং তাদের অক্লান্ত পরিশ্রমে ভিলেজটা খুব সুন্দর এবং অনেক বড় হয়।এই মহান মে দিবসে তাদের শ্রদ্ধার্তে আমার এই লেখাটা।লেখাটা লিখছি শুধুমাত্র ককপ্রেমীদের জন্য।যারা এটা বুঝেন না তারা মুড়ি খান।#happy_clashing
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ রাত ১:৫১