আমি নই দুপুর বেলার ঘুঘু পাখির কান্না
নই আমি শুভ্র পবিত্র ধার্মিক বন্দনা।
আমি হতে চাই না তুলির আঁচড়ে বিদীর্ণ ক্যানভাস
অথবা ব্যলকনীতে পরে থাকা গৃহিনীর শখের ফুলগাছ।
নই আমি বদ্ধ কারাগার বা খোলা ময়দান
অথবা শকুনের দৃষ্টি বা পাখির কলতান।
আমি নই গ্রাম্য বাউলের দরাজ কণ্ঠস্বর
অথবা আমার সৃষ্টিকর্তার হাসি অবিনশ্বর।
হতে পারি না চাঁদের আলো।
হতে পারি না ছায়ার কালো।
শুধু, যেদিন তুই ভাবতে শিখবি,
সেদিন চিনবি, আমি ছিলাম . . . . . . কবি।