যে বঙ্গ আমায় করেছে নিঃশ্বাস দান
স্মৃতিতে অম্লান,
রয়েছে এখানে মুক্ত বাতাস
দেশ দেশান্তরে হা হুতাশ
লক্ষ কোটি নর ও নারী
বাংলা তাদের মানুষ করেনি
স্বাধীন বাংলার কীর্তি এক
শেখ মুজিবুর রহমান-
শুনেছি সে ভাষণের কথা
ঐক্য মতের ডাক
বাংলার আকাশে জ্বলেছে আগুন
বাঙালী হয়েছে সোচ্চার
হাতে উঠেছে লাঠি ও শাবল
করেছে শত্রু ইজ্জ্বত লুণ্ঠন
বীর বাঙালী পিছু হটেনি
বুকে ছিল তোমারই ডাক
স্বাধীনতার গান
এদেশ হবে সুজলা সুফলা
স্বপ্ন তোমার
শেখ মুজিবুর রহমান-
চেননি তুমি নেমক হারাম
তুমি নাকি ছিলে দানের পাহাড়
নিজেকে তুমি শাসন করনি
বঙ্গে তোমার বন্ধু জোটেনি
১৫ই আগস্ট জাতির কাল-
নিজের রক্ত বিলিয়ে দিয়ে
শহীদ হয়েছো তুমি
লজ্জায় ও গ্লানিতে ভরে গেছে
এদেশেরই নদ নদী,
যত দিন রবে
পদ্মা মেঘনা যমুনা বহমান
ততদিন রবে দুঃখ মোদের
শেখ মুজিবুর রহমান,
স্বাধীনভাবে বেঁচে থেকে
প্রতিদিন ভেবে মরি
বাঙালীর ভাগ্যে এমন সুপুরুষ
আবার জুটবে নাকি
বীর পুরুষ শুনেছি আসে
কদাচিৎ দেশে দেশে
করুণ মৃত্যু দেখেছে বাঙালী
সেই ভয়াল রাতে -
পায়নি বিচার এ দেশে মুজিব
দু-যুগ ধরে ধরে
ফারুক, রশীদ নিয়ে গেছে
জাতির জনক কেড়ে,
খুন করে যদি শাস্তি না মেলে
খুনীরা ঘোরে আইনের বলে
এই স্বপ্ন কি সেধেছিলে তুমি
কৃতী বঙ্গ সন্তান
ক্ষমা করবে না জাতি এদের
কথা দিচ্ছি,
শেখ মুজিবুর রহমান।
...............................
Facebook Event
পিতা
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:৩০