বাংলাদেশের রাজনীতি
-----------------------
এখানে রাজনীতি মানে
অন্ধকারের কানাগলিতে হাটা
হঠাৎ হেসে ওঠা ভয়ংকর ভূত
দানবের সাথে কথোপকথন
মূল্যহীন অবোধ সংলাপ।
এখানে গণতন্ত্র মানে
মাথাভারি মোটা বুদ্ধির খেয়াল
অযথা চেঁচামেচিঁ,রাস্তায় উৎপাত
গোপনে আপোষ রফা আর
অর্থের লেনদেন।
প্রকাশ্যে প্রতিশ্রুতি, আড়ালে কেনাবেঁচা।
এখানে বিচার মানে
উকিলের পোয়াবারো, পুলিশের বৃহস্পতি
বিচারপতির খালাস, বিচারপ্রার্থীর সর্বনাশ।
এখানে পার্লমেন্ট মানে
সরকারি খরচে হেসে খেলে চেঁচামেচিঁ,
চা বিরতি আর নতুন নতুন শব্দের আবিস্কার ।
শেষমেষ রাজনীতি,
গণতন্ত্র, পার্লামেন্ট আর বিচার
ক্ষমতাসীনদের মুনাফার বাজার।
মানুষের অধিকার ভুলুন্ঠিত ।
এখানে রাজনীতি মানে
দল বদলের খেলা
আর তলে তলে
ধর্মের লেবাজ
বাইরে ধর্ম নিরপেক্ষ।
সবাই সমান,পথ আর মত লেভেলে আলাদা
জামাত দল আর লীগ সবই হেফাজত
তাহলে কিসে ভিন্নমত? রাজনীতি?
বাংলাদেশের রাজনীতি ।