ভয় নেই আমি জেগে আছি
এই দেশ আমার রক্তে গড়া
স্বাধীনতা আমার উত্তরাধীকার,
গৌরবে অহংকারে গাঁথা যার নাম
বাংলাদেশ।
তুমি যতই কর অবহেলা,
কর তুচ্ছ তাচ্ছিল্য!
আমি শোয়ে আছি বধ্য ভূমির কাদায়
আমার মাংশ গলে গেছে, পচে গেছে,
আমার হাড়, কংকাল সবই নিঃশেষ
বেঁচে আছে আমার সাহস
সতেজ ভাবনা
আমি মৃত্যুহীন অভয়দাতা।
আমি জেগে আছি, জেগে থাকব,
শত সহস্র আগামী প্রজন্মান্তর
নিরন্তর অমানিশা উষা,
কোন পথিক যদি অন্ধকারে হারায় পথ
আলোর মশাল জ্বালিয়ে দেব,
যদি কোন বাঙলী হারায় দিশা, এখানে
এই প্রান্তরে কাদা মাটির কাছে,
খুঁজে পাবে দিশা,
হাজারো শহীদের আত্মা এক সাথে গাইবে
কোরাস, রণ সংগীত।
আমি জেগে আছি তোমাদেরই মাঝে
আবার যারা যুদ্ধে যাবে, অস্ত্র হাতে
আবার যারা শহীদ হবে এই দেশ আর
মাটি মানুষের জন্যে।
আমার আত্মা তৃপ্ত হবে!
ঘুমিয়ে যাব, যেদিন তোমারা সবাই
আছ জেগে; অপরাজয়ী সৈনিকের বেশে।
১৪/১২/২০১৯