ডিসেম্বর ১৯৭১, স্বপ্ন স্বদেশ স্বাধীনতা
নরকের যন্ত্রণা পেরিয়ে
দেশ হয়েছে মুক্ত স্বাধীন।
মা যেমন কাঁদে প্রসব বেদনায়,
এদেশের মাটিও কেঁদেছিল তেমনি
যখন পোড়া মাটি আর লাশের গন্ধ,
যখন নদী নালা খাল বিল আর
খানা খন্দক ভরে ছিল লাশ আর লাশে
যখন শকুন আর শকুন-
উড়াউড়ি করছিল সারা আকাশে।
যখন স্বজন হারা, পুত্রহারা মায়ের কান্নায়
বাতাস ছিল অনেক ভারী,
অবুঝ শিশুও কাঁদছিল বিরামহীন।
ডিসেম্বর ১৯৭১,
লক্ষ আত্মাহুতি, ত্রিশ লক্ষ শহীদ,
হাজারো বীরঙ্গনার বঞ্চনা পেরিয়ে
স্বাধীনতার বিজয় কেতন
স্বপ্নময় আকাশে উড়েছে,
গাঢ় সবুজের মাঝে রক্তলাল সূর্য
গৌরব গাঁথা অহংকার; স্বাধীনতা।
ডিসেম্বর সালাম তোমাকে,
বিজয়মাল্য দিয়েছিলে উপহার।
০২/১২/২০১৮