আটকক্রিত ব্লগারদের মুক্তি চাই কিন্তু মুক্তি দিলে যদি জংগীরা তাদের খুন করে ,
কারন বড় ভূল্টা আগেই হয়েছে -
ব্লাসিফেমি মাম্লায় আটকদের চেহারা দেখানো হয়েছে ।তো জেলই তাদের জন্য নিরাপদ । আড় তারা এখনসেফ কাষ্টডিতে আছে বলে কি মণে হচ্ছেনা ?? আটকক্রিতদের মুক্তির দাবীর চেয়ে , তাদের চেহারা দেখানোর পিছনে , সরকারকে তাদের আরেষ্ট ডিসিসন নিতে ইনফ্লুয়েন্স কারা করেছিল তা দেখা দরকার ।
ব্লাসিফেমি মামলায় পাকিস্তানে যারা আরেষ্ট হইয়েছে জেল থেকে ছাড়া পাবার পরই তারা হত্যা হয়েছে নির্মম ভাবে । তাই এখন পাকিস্তানেও এরা আরেষ্ট হলে এদের চেহারা দেখানো হয়না ।
বিটিয়ারসিতে একজন হুজির কণস্পাইরেটরী সাজেশণের ট্রাপে পরে সরকার তাদের আরেষ্ট করেছে যতদূর জানি ।
তাই আটকক্রিত ব্লগারদের মুক্তি চাই না আপাতত । ওরা সেফ কাষ্টডিতে থাকুক ; কি বলেন ??