ওয়াল মার্ট, দুনিয়ার বৃহত্তম খুচরা মালের চেইনশপ। যুক্তরাস্ট্রের আরকানসাস রাজ্যের বেন্টোনভিলে শহরে এটার সদর দপ্তর। এটা ১৯৬২ সালে স্যাম ওয়ালটন নামের এক আমেরিকান এটার প্রতিষ্ঠাতা।
স্যাম ওয়ালটন
৩১ শে জুলাই ২০১৬ পর্যন্ত তথ্যমতে বিশ্বের ২৮ টি দেশে ওয়ালমার্টের মোট স্টোরের সংখ্যা ১১,৫৩৯ টি।
নামকরণ- আমেরিকাতে আর কানাডাতে এটার নাম ওয়ালমার্ট, মেক্সিকোতে ওয়ালমার্ট ডি মেক্সিকো ই সেন্টোআমেরিকা, যুক্তরাজ্যে আসডা, জাপানে সেইয়ু, ভারতে বেস্ট প্রাইস।
ভারতের হায়দ্রাবাদে ওয়ালমার্ট।
চীনে ওয়ালমার্ট।
বার্ষিক আয় মোতাবেক দুনিয়াতে সবচাইতে বড় কোম্পানী হল এই ওয়াল মার্ট।
২০৫ সালের তালিকা অনুযায়ী এটা দুনিয়ার সবচাইতে বড় চাকুরীদাতা! সারা দুনিয়াতে এদের মোট ২১ লাখ কর্মচারী আছে। এর চাইতে বেশী কর্মচারী একমাত্র মার্কিন সেনাবাহিনী ৩২ লাখ আর চীনা সেনাবাহিনীতে ২৩ লাখ আছে!
এই ফাঁকে নীচে দেখুন দুনিয়ার সবচাইতে বড় নিয়োগদাতাদের তালিকা:
ওয়ালমার্টের পরই ম্যাকডোনাল্ডস! ভারতীয় রেল আর ভারতীয় সেনাবাহিনী প্রথম ১০ টি বড় নিয়োগদাতাদের মধ্যেই আছে!
জাপানে ওয়ালমার্ট সেইয়্যু।
বাজার দর অনুযায়ী ওয়ালমার্ট পৃথিবীর সবচাইতে ধনী কোম্পানী!
২০১৬ সালে জুন পর্যন্ত এটা মার্কিন যুক্তরাস্ট্রের মুদী মালামালের মোট বিক্রীর ৬২.৩% ওয়ালটন একাই বেচে! মোট মুদী মালামাল বিক্রী ছিল ৪৭৮.৬১৪ বিলিয়ন ডলার!
অবশ্য সব জায়গাতে এটার সাফল্য নেই । বৃটেন দক্ষিন আমেরিকা এবং চীনে এটা বেশ সফল হয় কিন্তু জার্মানী ও কোরিয়াতে একেবারে ব্যার্থ!
প্রতিস্ঠিত: জুলাই ০২, ১৯৬২ প্রতিষ্ঠাতা: স্যাম ওয়ালটন, হেড অফিস: বেনটোভিল, আরকানসাস, যুক্তরাস্ট্র।
গ্রেগ পেনার- চেয়ারম্যান।
ব্যাবসার মালামাল: ইলেকট্রনিকস, ছায়াছবি ও মিউজিক, ফার্নিচার, জুতা, কাপড়, জুয়েলারি, খেলনা, স্বাস্হ্য ও সৌন্দর্য সংস্লিস্ট সামগ্রী, পোষা প্রানীর খেলনা,ফিটনেস সামগ্রী, মুদি সামগ্রী, সব ধরনের খাবার ইত্যাদি।
মুল ব্যাক্তিবর্গ: গ্রেগ পেনার: চেয়ারম্যান, ডাও ম্যাকমিলান: প্রেসিডেন্ট ও সিইও। ডাও ম্যাকমিলান, প্রেসিডেন্ট এন্ড সিইও।
ক্যাথি স্মিথ, সিএফও ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট।
ক্রিস সালটেমিয়ার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, লজিসটিকস।
৩১ শে জুলাই ২০১৬ এর তথ্যমতে বিশ্বের ২৮ টি দেশে ওয়ালমার্টের মোট স্টোরের সংখ্যা ১১,৫৩৯ টি।
আনন্দ রাজারমণ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট।
*****দুনিয়াতে ধনী পরিবার হিসেবে ওয়ালটন পরিবার সবচাইতে ধনী, আজ্ঞে হ্যাঁ এরা বিল গেটস এর চাইতে অনেক বেশী টাকার মালিক। এদের মোট টাকার পরিমান প্রায় ১৪২ বিলিয়ন ডলার। আর এরা প্রচুর দান খয়রাত করে। আমাদের দেশের অর্থলোভী বড়লোকদের মত খালি টাকা বানিয়ে নিজেদের সুইশ ব্যাংকের একাউন্ট মোটা করেনা দানও করে।
নিজেদের বহু দাতব্য প্রতিষ্ঠান ছাড়াও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এরা বছরে কোটি কোটি ডলারের বৃত্তি ও অন্যান্য ভাবে দান করে থাকে।
সুত্র:
https://en.wikipedia.org/wiki/Walmart এবং অন্যান্য
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৮