#ল অফ মেকানিকাল রিপেয়ার: আপনি মেকানিকাল কাজ করার সময় যখন আপনার হাত কালি ঝুলি গ্রীজ দিয়ে মাখামাখি ঠিক তখনি আপনার নাক চুলকাবে বা আপনাকে বাথরুম যেতে হবে।
######
############ ল অফ গ্র্যাভিটি: হাত থেকে একটা স্ক্রু, নাট, বোল্ট বা স্ক্রু ড্রাইভার পড়ে গেলে সেটা রুমের সবচাইতে দুর্গম জায়গাতে হয়ত আলমারির নীচেই চলে যাবে।
###### ল অফ রেনডম নামবার: যদি আপনি ভুল নম্বরে ডায়াল করেন তাহলে কখনোই আপনা বিজি টোন পাবেন না,কেউ না কেউ উত্তর দিবেই!
###### ল অফ এলিবাই: আপনি যদি অফিসে বসকে বলেন যে আপনার গাড়ীর চাকা পাংচার হওয়াতে আপনি দেরীতে এসেছেন তাহলে পরদিন আপনার গাড়ীর চাকা নির্ঘাৎ পাংচার হবে। ### #########
######### ভেরিয়েশন ল: আপনি কোথাও কোন কাজে লাইনে দাঁড়িয়েছেন, ওখানে আরো লাইন আছে আরো লোকজন দাঁড়ানো, আপনি দেখলেন অন্য আরেকটা লাইন আগে যাচ্ছে মনে হয় আর আপনি যদি লাইন পরিবর্তন করেন, টাকা তুলতে ব্যাংকে বা টিকিট কাটতে কমলাপুরে বা রোডে গাড়ূী চালাবার সময়, তাহলে যে লাইনটা আপনি ছেড়ে এসেছেন সেটা নির্ঘাৎ আপনার এখনকারটার চাইতে আগে যাবে!
###############
###### ল অফ বাথ: গোসলখানায় ঢুকবার পর যখন আপনার সারা গা ভেজা ঠিক তখনই আপনার টেলিফোন বাজবে!###
######### ল অফ ক্লোজ এনকাউন্টার: আপনি আপনার ২০ বছর আগের বান্ধবীকে নিয়ে বেড়াতে গেছেন রেস্তোরাতে আর নিশ্চই আপনি চাইবেন না আপনার গিন্নী দেখুক। ব্যাস আপনাকে আপনার গিন্নী দেখতে পাওয়ার চান্স ৭০% বেড়ে যাবে!#
##### ল অফ রেজাল্ট: কাউকে দেখাতে চাইছেন যে মেশিনটা কাজ করেনা, স্টার্ট দিলেন তো দেখবেন ঠিক তখনই ওটা কাজ করছে!
######ল অফ বায়োমেকানিকস: আপনার শরীরের যে জায়গাটা হাত থেকে বেশি দুরে সে জায়গাতেই বেশী চুলকাবে!####
##ল অফ এরাইভাল: নাটক দেখতে বসেছেন, যার সিটটা সবচাইতে ভিতরে সবচাইতে দূরে সেই সবচাইতে শেষে আসবে।
######
######স্টার বাকস ল: আপনি যখনি একটা চায়ের কাপ নিয়ে আয়েশ করে চা খেতে বসলেন তখনি আপনার বস একটা কাজ দিবে, আর সেটা শেষ হতে হতে চা ঠান্ডা কুলফি!
ল অফ লকার: লকার রুমে মাত্র দুজন লোক থাকলে তাদের লকার দুটো পাশাপাশিই হবে!
ল অফ ফিজিকাল সারফেসেস: জ্যাম মাখানো স্যান্ডউইচটা পড়ে গেলে তার জ্যামের দিকটাই নীচে আগে পড়বে, কার্পেটটা বা ফ্লোরটা ময়লা করে দিয়ে। ।
############
#########ল অফ ফিজিকাল এপিয়ারেন্স: আপনার যে কাপড়টা সবচাইতে সুন্দর ফিট করেছে সেটা সবচাইতে বাজে কুৎসিত কাপড়।
উইলসন'স ল অফ কমার্শিয়াল মার্কেটিং স্ট্যাটেজী: আপনি যখনি কোন প্রোডাক্ট পছন্দ করতে শুরু করলেন তখন থেকে এটা কোম্পানী বানানোই বন্ধ করে দিবে!
#########
ডকটর'স ল: আপনার শরীরটা ভাল লাগছেনা, আপনি ডাক্তারের সাথে একটা এপয়েন্টমেন্ট করলেন। যতক্ষনে আপনি যাবার জন্য তৈরী হলেন ততক্ষনে আপনার ভাল লাগতে শুরু করেছে, আপনি সুস্হ । এপয়েন্টমেন্ট না করেন দেখবেন আপনি আরো অসুস্হ হচ্ছেন!
##
##ল অফ প্রোবাবিলিটি: চারটে আলমারির চারটে চাবি সবগুলোই দেখতে প্রায় একরকম । প্রতিটাতে একটা করে লাগে। আপনি যখনই কোন আলমারী খুলতে যাবেন প্রথমবারে জীবনেও সঠিক চাবী লাগবেনা। তিন নম্বর বা চার নম্বরে গিয়ে রাইট হবে।
জরুরী কাজ আধা ঘন্টার মধ্যে ধানমন্ডি থেকে মতিঝিল যাওয়া দরকার আর ঐদিন ট্রাফিক জাম টা আরো বেশী হবে।
পুনশ্চ: উপরের ল'গুলো কোন স্বতঃসিদ্ধ প্রতিষ্ঠিত স্বীকৃত তত্ব নয়!
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫