উপরের ছবিটা হলো ভারতের পৃথিবীখ্যাত 'মহারাজা এক্সপ্রেস' নামের বিলাসবহুল ট্রেন।
ভারতের উত্তর পশ্চিম থেকে মধ্য ভারতে চলে। সাত রাত আট দিনে এটা দিল্লী থেকে আগ্রা- রাথামবোর-জয়পুর-উদয়পুর- বালাসিনর হয়ে মুম্বাই পর্যন্ত যাতায়াত করে।
অবশ্য বিভিন্ন ভ্রমনসুচি আছে, ৬ দিন সাত রাতের ভ্রমন।
এবার ভাড়াটা শুনুন।
ভাড়া হলো মাথাপিছু সর্বোচ্চ ২৩৭০০ ডলার! প্রেনিডেনসিয়াল স্যুটের ভাড়া। সর্বোচ্চ ভাড়া।
আজ্ঞে ট্রেন ভাড়া সাড়ে আঠারো লাখ টাকা!
এটাতে ২৩ খানা বগী আছে এগুলোতে মোট ৮৮ জন যাত্রী ভ্রমন করতে পারে।
এতে একটা প্রেসিডেন্সিয়াল স্যুট (সাড়ে আঠারো লাখ টাকার) , ১৮ টা জুনিয়র স্যুট, ২০ খানা ডিলাক্স কেবিন আর ৪ টা স্যুট।
প্রেসিডেনশিয়াল স্যুটে একটা লিভিং কাম ডাইনিং রুম, এটাচড বাথ সহ দুটো বেডরুম, মিনি বার, টিভি, নিজস্ব রান্নাঘর লাইন্জ ইত্যাদি সহ আরো অত্যাধুনিক সব ব্যাবস্হা।
মহারাজা এক্সপ্রেসের আরো ক'টা ছবি দেখুন:
উপরেরটা 'গোল্ডেন ঈগল ট্রান্স সাইবেরিয়ান এক্সপ্রেস ' রাশ্যান ট্রেন, মস্কো থেকে ভ্লাদিভোস্টক যাতায়াত করে।
প্রতি ট্রিপ ১৫ দিন ১৪ রাতের ভ্রমন। প্রতিজনের ভাড়া প্রতি রাতে ২১৪২ ডলার! এটাতে ইম্পিরিয়াল স্যুট, গোল্ড ক্লাশ আর সিলভার ক্লাশ এই তিনটা শ্রেনী আছে।
স্যুট গুলোতে বিশাল বেড, বসার জায়গা, অত্যাধুনিক বাথরুম, বার, নিজস্ব ক্রু সবই আছে।
উপরে দেখছেন 'রয়েল স্কটসম্যান ', ভাড়া প্রতি জনে প্রতি রাতে ২১২৬ ডলার।
এটা ৮ দিন ৭ রাতে বৃটেন দেখাবে।
এটা ৩৬ জন যাত্রি বহন করে।
এতে ৫ টা স্টেটরুম কার ২ টা ডাইনিং কার, একটা অবজার্ভেশন কার, এবং একটা ক্রু কার।
কেবিনগুলোতে আরামদায়ক বিছানা বাথরুম বসার ঘর মিনি বার সব আছে।
এটা 'রোভোস রয়েল প্রাইড অফ আফ্রিকা' ট্রেনটা দ.আফ্রিকার কেপটাউন থেকে প্রিটোরিয়া যায়।
মাথা পিছু ভাড়া প্রতি রাতে ২০৭৫ ডলার!
মোট ৭২ জন ভ্রমন করতে পারেন।
প্রতিটা কেবিন বিলাসবহুল সাজসজ্জা দিয়ে সজ্জিত।
এতে রয়েল স্যুট, ডিলাক্স স্যুট এবং পুলম্যান স্যুট রয়েছে। প্রতিটা কেবিনে এসি, বাথরুম বার সবই আছে।
ভেনিস সিম্পলন ওরিয়েন্ট এক্সপ্রেস।
ট্রেনটি প্যারিস-- ইস্টানবুল বা ইস্টানবুল-- ভেনিসে চলাচল করে।
মাথা পিছু ভাড়া সর্বোচ্চ প্রতি রাতে ১৯০০ ডলার।
এতে ১৭ টা প্রথম শ্রেনী বগী আছে যাতে ১৮৮ জন যাত্রী ভ্রমন করতে পারে।
প্রতিটা বিলাসবহুল কেবিনে সিঙ্গল বেড, লাউন্জ, ট্রেনের নিজস্ব আলাদা বার রেস্টুরেন্ট রয়েছে।
উপরেরটা হল ইস্টার্ণ ওরিয়েন্টাল এক্সপ্রেস।
ট্রেনটা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ও লাওসের মধ্যে চলে। ভ্রমনটি ৭ দিন ৬ রাতের, ভাড়া মাথা পিছু প্রতি রাতে ১৫৮৩ ডলার।
এতে দুটো রেস্তোরা আছে যা প্রত্যেক যাত্রীকে লান্চ ও ডিনার দিবে আর সকালের নাস্তা ফল চা কফি রুমেই দেয়া হবে।
রয়েল কানাডিয়ান প্যাসিফিক,
মাথা পিছু ভাড়া প্রতি রাতে ১৪৪২ ডলার। কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে পরিচালিত পাচ রাত ছয়দিনের বিলাসবহুল ভ্রমন দুনিয়া অন্যতম ব্যায়বহুল ভ্রমন।
ব্লু ট্রেন।
এটা প্রিটোরিয়া- কেপটাউন বা প্রিটোরিয়া--ভিক্টোরিয়া জলপ্রপাত, পোর্ট এলিজাবেথ- কেপটাউন এবং প্রিটোরিয়া - নেলসপ্রুট পথে চলাচল করে।
দু রাতের ভ্রমন।
ভাড়া মাথা পিছু সর্বোচ্চ প্রতি রাতে ১২১৭ ডলার।
ইনডিয়ান প্যাসিফিক।
ভাড়া মাথা পিছু সর্বোচ্চ প্রতি রাতে ১১৯৮ ডলার।
চার দিন তিন রাতের পথ।
এটা গ্রেট সাউদার্ণ রেল অফ অস্ট্রেলিয়া পরিচালনা করে।
ট্রেনটি সিডনী- এডিলেইড- পার্থ পথে চলাচল করে।
মোটামুটি ৪৩৫২ কিলোমিটার পথ, সিডনী থেকে পার্থ।
এটাতে তিনটি শ্রেনি আছে প্লাটিনাম সার্ভিস, গোল্ড সার্ভিস এবং রেড সার্ভিস।
এটাতে ৮৮ জন প্রথম শ্রেনী আর ৬৪ জন ইকনমি শ্রেনীতে ভ্রমন করেন। কেবিসনে নিজস্ব বাথরুম ডবল বেড সহ প্রচুর জায়গা আছে।
তা কি ঠিক করলেন, কোনটা দিয়ে যাত্রা শুরু করবেন?
সুত্র: Click This Link
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৮