চলে যায় হাওয়া ---
মুখস্থ নিয়মে উড়ে যায় বায়ুর বহর
স্পর্শে ছুয়ে যায় সব পথ ও পাথর
সমস্ত দৃশ্য ছবি ---- পথে, আলোতে,আধারে
সেখানেই উড়ে যায় ------হাওয়া
কি সহজে ছুঁয়ে যায় মৃত্যের বসন ভূষণ
যেমনতর হাওয়ায় কাঁপে পাতা ও পাখি
তার চেয়ে ভিন্ন কোন ধরন থাকেনা সে উড়ানির স্পর্শ তলে,
অথচ মানুষ দেখানা মুলত কিছুই
মুক ও নিরবতার ভিতর
কিভাবে মিশে যাওয়া যায় -----
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৯