হাওয়ার গতর তোলো হে বাউল
ফানাফিলের দেশে আর কত ঘুম
বটের ছায়া কেটে গেছে গতকাল
একতারে বান্ধো মৃত্তিকা দুরবিন
দেখো এইসব লৌহ সময় ধায়
কে ঘুমায় আর এই মাটির ঘোরে
পিঞ্জর ছিড়ে উড়েউড়ে যায় ঘুম
জিকিরে জিকিরে তোলো ফানাফিল
সাত দিন গুজরায়ে গেছে গতকাল
আতোর জলে লেখা মসহুর গান
কন্ঠের কোশ হতে বের করো সুর
জমায়েত কেটে হোক ফালাফালা
যেন কারবালা জ্বলে মোমের নহর।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭