১.
যেন গ্রাম্য দিনের গান নাচে মনোহর ভাঁট-ফুল
কোন সান্ধ্য হাসের গ্রাম তার পুরোনো কাঠের পুল।
ভেসে যাচ্ছে উঠোন কোন ইশৎ কুঞ্জ ফুলের ত্বরায়
বাবরি চুলের মিঠাই ওয়ালা তার উদয় অস্ত যায়।
কার সুভ্র রেকাবিতে জাম ফুলের আস্তরন
উবে যাচ্ছে নীল মাছি পাখায় হাওয়ার সন্তরন।
ফুলে উষ্ণ দিনের রং মেখে নিচ্ছে রোদের ঋণ
কে বাজায় কোন দূরে হাওয়ায় সর্প-রাগের বীণ।
২.
বেগুনী ফুলের উল্লাসে
ধীরে মরে আসে কার বেনামী বিকেল।
হলুদ পাতার পথে রেখে গেছে কার স্বর্ণ
লতার গানিতিক ঘোর।
পাখির শুভ্রতা মাখা এক রূপালি মোমের বন
সোলালী ব্যাথায় উবে যায় বুদবুদ,
বাজে করাত কলের হ্রেষা।
ধীর মাস্তুলে ওড়ে কামিনি ফুলের জামা
ময়না কাঁটায় বিধে আছে কার সামিয়ানা
ছায়ার ওপারে নদী,জাম ফুল ভেসে যায়।
শালিকের কথার পরিনাম ----
নদীর দুই পাড়ে উড়ে যায় দুই সহোদ।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৮