আল্লাহর পূত নাম শুরুতে স্মরণ
করুণা আকর যিনি দয়ালু মহান।
সনেট-০১: সূরা গাশিয়াহ (আয়াত: ১-১৬)
বিষয়: পাপীদের শাস্তি ও পূণ্যবানদের সুসংবাদ।
_____________________________
এসেছে কি পয়গাম তোমার নিকট
আচ্ছাদিত ঘটনার (মহা কেয়ামত)?
সেদিন মলিন রবে অগনিত মুখ
কঠিন ক্লান্তিতে হবে চেহারা বিকট!
জ্বলন্ত অগ্নিতে তারা ঝলসাবে পুড়ে
ফুটন্ত ঝর্ণার জল পিপাসার তরে!
শুকনো কন্টকময় খাবারের ফল
না মিটবে ক্ষুদা তাতে সুপুষ্টি ও বল।
আলোকিত বহু মুখ কর্মের কারনে
সুউচ্চ জান্নাতে রবে সজ্জিত আসনে।
শুনবেনা বাজে কথা অসার বয়ানে
উন্নত আসন সেথা ঝর্ণা বহমান।
রাখা আছে পানপাত্র শত উপাধানে
বিছানো কোমল শয্যা আরাম শয়ান।
সনেট-০২: সূরা গাশিয়াহ (আয়াত: ১৭-২৬)
বিষয়: আল্লাহর সৃষ্টির কিছু নমুনা ও উপদেশ।
__________________________________
দ্যাখে নাকি কাফেরেরা উঠগুলো চেয়ে
পৃথিবীতে রাখা আছে কিরূপ সৃজনে!
দ্যাখে নাকি খুঁটি বিনা সুউচ্চ আকাশ
কিভাবে সুরক্ষিত সে নিখুত বুননে?
দ্যাখে নাকি চেয়ে ওরা পাহাড়ের দিকে
কিরূপে স্থাপিত সব নিখুত গাঁথুনে!
যমীনকে দ্যাখে নাকি দৃঢ় সমতল
কিরূপে বিছানো উহা (সুদুরের পানে)?
উপদেষ্টা তুমি শুধু উপদেশ দাও
তাদের উপরে তুমি প্রশাসক নও।
উপেক্ষায় উপদেশ ফিরাবে যে মুখ
দিবেন আল্লাহ তারে কঠিন সে দুখ।
নিশ্চয় ফিরতে হবে তারে মোর পাশে
হিসাব নিকাশ হবে আমার সকাশে।
সূরা গাশিয়াহ সম্পর্কে বিস্তারিত জানতে:
১) সূরা আল গাশিয়াহ - Surah Al-Gashiya (মক্কায় অবতীর্ণ - Ayah 26)
২) সূরা আল গাশিয়াহ: বিষয়বস্তুর বিবরণ
আমার অন্যান্য সূরা সনেটগুলো: Surah Sonnet
ছবি: অনলাইন থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০২