আল্লাহর পাক নাম শুরুতে স্মরণ
করুনা আকর যিনি দয়ালু মহান।
সনেট-০১: সূরা আত-ত্বারিক (আয়াত:০১-১০)।
বিষয়: মানুষ সৃষ্টির প্রক্রিয়া, পুনর্জীবন এবং বিচার দিনের বর্ণনা....
শপথ "তারেক" এবং নভোমন্ডলের
তুমি কি সংবাদ জানো সেই তারেকের?
উজ্জ্বল তারকারাজি (দূর আকাশের)
সকল প্রাণীর আছে রক্ষক ধরাতে।
কিসে তুমি তৈরি দেখ হে মানব চেয়ে
সে জলে সৃষ্ট তুমি যা দ্রুত পরে বেয়ে
পৃষ্ঠ ও বুক হতে যা আসে বের হয়ে
নিশ্চয় সক্ষম তিনি আবার সৃষ্টিতে।
বিচারের দিন সব গোপন বিষয়
প্রকাশিত হবে তার সবই নিশ্চয়
(এমন সংবাদ শুনে নাই তব ভয়)?
সুতরাং এ দিনকে কে করে অস্বীকার?
এমন শক্তি কোথাও পাবে না সে আর
সাহায্যকারী কেউই থাকবেনা তার!
সনেট-০২: সূরা আত-ত্বারিক (আয়াত:১১-১৭)।
বিষয়: আল-কোরআনের বিশুদ্ধতা এবং চক্রান্তকারীদের পরিণতি....
আকাশ সাক্ষী, যা হতে বৃষ্টি ঝরে পড়ে
শপথ করছি এই (সিক্ত) জমিনের,
যে যমীন ফেঁটে গিয়ে উদ্ভিদকে গড়ে
(এই সব দান জানি কৃপা মহানের।
অবশ্যই এ কালাম পাক কুরানের)
অর্থহীন কথা নয় নয় বিনোদন
ষড়যন্ত্র করে তবু কুচক্রীর মন
(উত্তম জবাব পাবে এ ষড়যন্ত্রের)।
অবশ্যই জেনে রাখো হে চক্রান্তকারী
তোমাদের চক্রান্তের প্রতিফল দিতে
আমিও পরিকল্পনা প্রনয়ন করি!
সুতরাং তাদের দাও অবসর নিতে
অস্বীকারকারী যারা (মনন ও দিলে)
কিছুদিন লিপ্ত থাক ওদের কৌশলে!
...........................................
পুনশ্চ: আগের সূরাগুলোর অনুবাদ পাবেন এখানে এবং এখানে.........
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৭