এইতো সময়, নিয়ে নাও সবই সুদাসলে;
থাকতে চাইনা আমি দেনা-পাওনার যাতাকলে!
ঋণখেলাপি হতে আর চাইনা আমি।
দিয়ে দেব সব দু'হাত ভরে-
মাথা নত করে;
তোমাকেই দিবসযামী!!
খেলাপি ঋণের মাশুল কী করে বুঝবে তুমি?
তুমিতো নগদ লেনদেনের কারবারি!
চক্রবৃদ্ধি সুদে হারিয়ে ফেলেছি
শেষ সম্বলটুকু;
আমার অন্তর ভূমি!!
তুমি নিষ্ঠুর, তুমি বেইমান ঠক
তুমি হন্তক, তুমি প্রতারক
তুমি ভুজঙ্গ, তুমি মার্তন্ড কালো বক!
তুমি জরা, তুমি ক্লেশ!
ভিখেরি করেছো আমায় সুদের বেহিসেবে....
আমি তোমাতেই নি:শেষ!
উদ্দাম নেচেছো তুমি দেউলিয়া করে-
নারকীয় সোল্লাসে!
নিয়ে গেছো সব যা কিছু লাগে
আমাকে নি:স্ব করে।
যদি পারো মিলিয়ে যেও
এই ছায়াপথ থেকে
দূরে-অনেক দূরে.........
নগদের বাজারে বিকিকিনি সেরে।
নয়তোবা একদিন আসবে সুদিন
ঋণের খরা যাবে কেটে
আর দুঃখও যাবে ঘুঁচে.....
তোমায় করব আঘাত
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হয়ে।
..................................।
ছবি ঋণ গুগল.....
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৬