ছবিসূত্র: গুগল......
টিফিনের বাটি হাতে কাক ডাকা ভোরে,
গার্মেন্টস শ্রমিকেরা হেঁটে যায় জোরে।
কেউ যায় রিকশায় কেউ সাইকেলে,
শত কথা শুনে তাঁরা দেড়ি করে গেলে।
মাস শেষে টাকা দিবে কত তার বাহানা,
শ্রমিকের টাকা মারে এলো কোন যামানা?
যার শ্রম যার ঘামে গড়ে উঠে শত তলা,
তারে কেন অনাদর এতো কেন অবহেলা?
বেতনের দাবীতে কেন তারা রাস্তায়,
মাস ভরে কাজ করে কেন তারা পস্তায়?
পুলিশের লাঠি কেন শ্রমিকের উপরে,
মালিকেরা কেন তবে মহাসুখে থাকে ঘরে?
যারা আনে রেমিটেন্স পোশাকের গর্ব,
দিন শেষে কেন করো সম্মান খর্ব?
রানাপ্লাজা তাজরিন অবৈধ কারখানা,
বিল্ডিং ধসে পরে সরকার দ্যাখেনা?
ঈদ এলে বড়লোকে কত করে ফুর্তি,
মাইনে চাইলেই আগুনের মূর্তি!
আসলের দেখা নাই বোনাসও পায় না,
মালিকেরা মনে করে শ্রমিকেরা খায় না!
একজন শ্রমিকের অল্প বেতনে,
চার-পাঁচ ভাইবোন চলবে কেমনে?
তাও যদি মাস শেষে ঠিকমতো টাকা পায়,
নুন-ভাত খেয়ে-পড়ে কোন মতে দিন যায়!
মালিকেরা শোন বলি করো না অবহেলা,
শ্রমিকের শ্রম ঘামে গড়েছো দশতলা!
রাসুলের সুমহান নির্দেশ মেনে নাও,
ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও!
-----------------------------------------
বি:দ্র: রাসূল (সা.) বলেছেন, "তোমরা শ্রমিককে তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দিয়ে দাও।" (ইবনু মাজাহ, মিশকাত হা/২৯৮৭, ‘ক্রয়-বিক্রয়’ অধ্যায়।)
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫১