ছবি কার সেটা বললে চাকরি থাকবে না.......
প্রিয় ব্লগার শিখা রহমান আপুর "কবিতার কবি" পড়ে মাথায় এসেছিলো.......
তুমিই কি কবিতা, শব্দের কারিগর?
যে প্রেমের আবাসে, অসুখের বাড়িঘর?
স্বপ্নের রানী কারো, কারো ঘুম স্বস্তির?
কারো সুখ দশতলা, কারো দেখি বস্তির!
কেন ঢেউ আনমনে, অতল এই সাগরের?
কেন সুখ বাড়াবাড়ি, কোথাও বা পাথরের?
কোথাও বা কাদামাটি, মন মতো মূর্তির!
কোথাও বা জলকাঁটা, কোথা তুমি ফুর্তির?
কোথা তুমি জ্যোৎস্না, কোথা তুমি আন্ধার?
কার লাগি নাচো তুমি, কোন সে বান্দার?
কোথা তুমি কালো মেঘ, কোথা তুমি রোদ্দুর?
কোথা তুমি বৃষ্টি, ভালোবাসা কদ্দুর?
কার বুকে আশা তুমি, কার বুকে সূর্য?
কার লাগি বাঁধো তুমি সেই রণ তুর্য?
কার বুকে ডুব দাও, ক্যনভাস কার বুকে?
কার বুকে নিভৃতে, আছো তুমি কোন সুখে?
কার বুকে ধুতুরা, কার বুকে রঙ্গন?
কার দু:খে কাঁদো তুমি, ভিজে তব অঙ্গন?
কার বুকে পলিমাটি, কার বুকে বালুচর?
কার বুকে ফুল তুমি, কার বুকে বাঁধো ঘর?
কার বুকে কলি তুমি, কার বুকে কাঁটা দাও?
কার সুখে জল ফেল, কার দু:খে সুখ পাও?
তুমি কার ধূলোবালি, কার বুকে কল্পনা?
তুমি কারে ভালোবাস, কাকে নিয়ে জল্পনা?
একজনে পায় সব? শত রূপ তোমাতে!
এক বুকে ফুল-কাঁটা, শত সুখ বিলাতে?
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৭