ছবি: গুগল থেকে
তুমি থাকলে হাসি কেন কথাও মিষ্টি লাগে,
তোমায় নিয়ে হারিয়ে যেতে মনে আশা জাগে।
দূর আকাশের নীলিমাতে কিংবা নিঝুম দ্বীপে,
তোমায় নিয়ে পাড়ি দেব প্রেমের খেয়ায় চেপে।
এই জীবনে শেষ হবেনা আমার ভালোবাসা,
ঐ জীবনেও তোমায় পেতে মনে জাগে আশা!
সবই মিছে কুহেলিকাময় নশ্বর পৃথিবীতে,
তবুও এ মন চায় তোমাকে হৃদয় মাঝে পেতে!
তোমার চোখের গভীর জলে ডুবে মরতে চাই,
ডুবতে গিয়েও তোমায় দেখে ব্যকুল হয়ে যাই!
অতল গভীর প্রেম সাগরে সাঁতরিয়ে হই পার,
কখনোবা মাঝি হয়ে বাইবো ভীষণ ধার!
মনটা আসো বদল করি দূর আকাশের নীলে,
প্রেমের ছবি আঁকা থাকুক তোমার আমার দিলে!
কৃতজ্ঞতা: প্রিয় ব্লগার নীলআকাশ ভাইয়ের কবিতা - মিষ্টি মিষ্টি হাসি দিয়ে কবিতায় মন্তব্য করতে গিয়ে কবিতার সৃষ্টি.....