বাংলা ব্লগের জন্মদিন
উৎসর্গ: সামু ব্লগ সাজাতে যারা সদা নিয়োজিত….
বাঙলা ব্লগের আজ দশম বছর
ব্লগকে সাজাতে যারা বিনিদ্র প্রহর
কাটিয়েছে কষ্টের সে বেহিসাবী ক্ষণ
কি বলে জানাই আজ তার কৃতজ্ঞতা?
এ ব্লগে রোজ অনেক কবিতা-গল্পের
আসর জমে সবার অজস্র গুণের
এসবের সাথে আছে যেই অবদান
তাদের সবার প্রতি শুভেচ্ছার বার্তা।
দশম বছরে সামু সুসজ্জিত হয়ে
সবার অন্তরে আজো দেখি সে অক্ষয়
এসবের পেছনে যে কত শত শ্রম!
আগামীর ব্লগ হোক মানবতা নিয়ে
গনমানুষের কথা গল্প ও কবিতায়
তবেই স্বার্থক হবে যথা পরিশ্রম।
জানা আপুর প্রতি কৃতজ্ঞতা
উৎসর্গ: সবার প্রিয় জানা আপুকে....
নব সাজে যে রকম নব বধূ সাজে
তেমনি সজ্জিত রূপ সামু ব্লগ মাঝে,
ব্লগের রূপ দেখেই মন ভরে যায়
তাঁর রূপে ঢেউ লাগে হৃদয়ের নায়!
তাইতো বলি এমন কে সাজালো কনে
জানা আপুনির কথা ভেসে উঠে মনে,
বিদ্রোহীর কবিতায় যে নারীর জয়
জানা আপু আছো তুমি সেই উপমায়!
নজরুল যদি হতো এ যুগের কবি
কবিতা ও উপন্যাস তাঁর সৃষ্টি সবি
জানা আপুর উপমা সেথা দেখা যেত!
তুমি হতে বনলতা জীবনানন্দের
পল্লী কবির কবিতা বিমুগ্ধ ছন্দের
নকশীকাঁথার মাঠে তোমাকেও নিত!
একমালায় শত ফুল
উৎসর্গ: সামু ব্লগের সব ব্লগারদেরকে....
এক বাগানে যেমন দেখি শত ফুল
আকাশ ভরা অনেক ছোট বড় তারা
রুপবতীর মাথায় যেমন শতরঙা ফুল
এসব দেখেও আমি নই আত্মহারা।
সামু মানে মালা যেন নানান ফুলের
সুবাস মেখে সেথায় হৃদয় কূলের
পিপাসিত আত্মা ভরে জ্ঞানের ধারায়
যুক্তি তর্কে নিত্যদিন পরছি মায়ায়!
প্রতিবাদী বজ্রকন্ঠে লেখনিতে তাঁর
কলম যুদ্ধে সদা সে রুখে অত্যাচার
জাতীয় স্বার্থ রক্ষায় সোচ্চার সতত।
যেখানেই অবিচার সেখানে দাঁড়ায়
থামেনা সে প্রতিবাদ জীবন মায়ায়
মানবতার কল্যাণে সদা নিয়োজিত!
পারস্পরিক সৌহার্দ্য
উৎসর্গ: সামু ব্লগে যারা কবিতা অপছন্দ করেন তাদেরকে...
পারস্পরিক সৌহার্দ্য এ ব্লগে অনন্য
পরিচিতি এখানে নয় তা সামান্য,
মন্তব্য-প্রতিমন্তব্যে ভাব বিনিময়
এ সৌহার্দ্য বন্ধুত্বের হোক তার জয়।
অনুপস্থিতি যখন হয় প্রিয় কেউ
অন্তরে লাগে তখন বেদনার ঢেউ,
আমৃত্যু সৌহার্দ্য থাক ব্ন্ধন অক্ষয়
ব্লগীয় পথের বাঁক হোক প্রীতিময়।
এ বন্ধন থাকে যেন বাস্তব জীবনে
এমন মায়ার টান কোথা থেকে আসে?
কিভাবে উৎপন্ন হয় ভাবি মনে মনে।
কথা-কবিতা উৎসব আড্ডা গল্প-গানে
ভিন্নপথ রাজনীতি শত মতামত
সৌহার্দ্য তবু যেন খুঁজে নেয় পথ!
অবসরের বন্ধু
উৎসর্গ: আমি আমাকেই উৎসর্গ করলাম....
অবসর অনুক্ষণে মস্তিষ্ক অলস
নানান কু-কথা ঘুরে মাথার উপর
ব্লগিংয়ের সময় কাটে নিতান্ত সরস
বিনিময়ে সেথা পাই জ্ঞানের চাদর।
শয়তান আসেনা তো মাথার ভিতর
কাজের ফাঁকেতে পাই জ্ঞানের পরশ
দেয়না কু-বুদ্ধি আর পায়না সাহস
কারন সতত কাটে ব্যস্ত অবসর।
দীর্ঘজীবী হোক এ সামুর সম্মান
মান সম্পন্ন লেখায় বাড়বে এ মান
সুন্দর ভাবনা দিব সবাতে আহ্বান।
সমৃদ্ধ সুন্দর লেখা এ ব্লগের প্রাণ
এতেই সামু অক্ষত হব নাকো' ম্লান
সামুতেও হয় যেন জাতির কল্যাণ।
কৃতজ্ঞতা স্বীকার: প্রিয় আরোগ্য'র প্রতি..., কবিতার শিরোনাম ও অনুপ্রেরণা তিনি দিয়েছেন।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৯