আমিই বাংলাদেশ জন্ম আমার উনিশ শ' একাত্তরে,
লাখো শহীদের রক্তে ভেসে ফিরেছি আপন ঘরে।
শেখ মুজিবের হুঙ্কারে আমি ফিরে পেয়েছি প্রাণ,
হাজারো মা-বোন আমাকে ফেরাতে হারিয়েছে সম্মান।
পাক হানাদার দেশি রাজাকার রক্তে করেছে লাল,
তবু দমেনি বীর সেনানী তুলেছে বিজয়ী পাল।
ন' মাস পরে পেলাম আমি বিজয়ের সম্মান,
হেলায়-ফেলায় স্বাধীন পতাকা করে দিয়ো না ম্লান।
গ্রেনেডের থাবা পেয়েছি কেন এতটা বছর পরে?
স্বৈরশাসক দেখেছি আমি হামলে কেমন করে!
স্বাধীন দেশের স্বাধীন মাটিতে কেন দেখি রাজাকার?
তবে কি বৃথা যাবে সব খুন শোষিতের হাহাকার!
এক-এগারো কেন আজ দেখি স্বাধীন দেশের বুকে?
যোদ্ধারা সব ঘুমিয়েছে নাকি দ্যাখেনা এসব চোখে?
আমি দুঃখিনী বাংলাদেশ শোষিত বাংলাদেশ!
জাগো জাগো আজ বীর সেনানী হয়ো না নিরুদ্দেশ !!
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৪