ছবি সূত্র: গুগল....
আমার বাবা:
একটা তারা এনে দিতে বললে যিনি,
পুরো আকাশ এনে দিবেন বাবা তিনি।
একটা গোলাপ এনে দিতে বললে বাবা,
পুরো বাগান দিয়ে বলে আরো নিবা?
হাওয়াই মিঠাই চাইলে পরে বাক্সটাকে,
ফেরিওয়ালা দু'চারটা আনেন ডেকে!
প্রশ্নবাণে ডুবাই তাঁরে রাগ করেনা,
ত্যাক্ত করি ছোট বেলায় তাও ছাড়েনা।
বাবার কাঁধে গ্রামের মাঠে বল খেলাতে,
ঘোড়া দৌড় দেখতে গেছি বৈশাখীতে।
বাবা আমার খেলার সাথী বন্ধু ভালো,
তাঁর ছোঁয়াতে এই জীবনে পেলাম আলো।
বাবার সাথে প্রতিটাদিন যায় খুশিতে,
সারা জীবন থাকবো আমি পিতার সাথে।
বাবা ছাড়া অপূর্ণ রই ছোট্ট বেলায়,
তিঁনি ছাড়া জীবনটা যায় অবহেলায়।
বাবার হাতের ছোঁয়াতে তাই স্বপ্ন দেখি,
শান্ত শীতল ঝর্ণাধারায় ভরে আঁখি।
একজীবনে এতো খুশি কোথায় রাখি?
দেখাতে চাই এই পৃথিবী এনে ডাকি!
দু:খ যদি দিয়ে থাকি বাবার মনে,
ক্ষমা করে বাবা আমায় আপন গুণে।
বাবা ছাড়া:
বাবা ছাড়া এই মনেতে ভীষণ খরা,
সবটা সময় পিতা পেয়েই আত্মহারা!
আজো বাবা দুনিয়াতে পেলেন যারা,
এই জগতে সেরা ধনী জানি তারা।
বাবা যখন বৃদ্ধ:
গোলাপ ফুলের টকটকে লাল পাপড়ি গুলো,
ছড়িয়ে দেই বাবার মাথায় এলোমেলো।
পাঁকাচুলে মেন্দি পাতা আপন হাতে,
পাঁকা দাড়ি যত্ন করে লাগাই তাতে!
বাবার জন্য দোআ:
কি নেয়ামত আল্লাহ দিলেন দুনিয়াতে!
বাবার মতো পেলাম না আর পৃথিবীতে।
আল্লাহ তুমি বাবার উপর রহম ঢালো,
শেষ বিচারেও তাঁরা যেন থাকে ভালো।
এই দুনিয়ায় যেমন ছিলাম বাবার সাথে,
ফেরদাউসেও থাকি যেন পিতার সাথে!
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৭