আল্লাহর পাক নাম শুরুতে স্মরণ
করুনা আকর যিনি দয়ালু মহান।
সনেট-০১: সূরা ইনফিতার (১-৮)।
বিষয়: কেয়ামত শুরুর অবস্থা ও মানুষ সৃষ্টির উপমা...
আসমান ফেটে যাবে কম্পনে যখন
তারকারা চারিদিকে বিক্ষেপিত হবে,
সমুদ্রের জলোচ্ছ্বাসে সব ভেসে যাবে
(দিগ্বিদিক মানুষেরা ছুটবে তখন)।
গোরদেশ করা হবে উন্মুক্ত যখন
প্রত্যেকই কৃতকর্ম তখন দেখবে,
সামনের-পিছনের সব যেনে যাবে
(সেদিনই শুরু হবে অনন্ত জীবন)।
হে মানুষ! তোমা কিসে রেখেছে ধোঁকায়
দয়াময় সে মালিক খোদা মহিমায়?
সুসামঞ্জস্য তোমাকে যিনি সৃজিলেন
সুঠাম আকার যিনি তোমাকে দিলেন!
আল্লাহর মর্জিমতো আকৃতিতে গড়ে
(অর্চনার লাগি তিঁনি দিয়েছেন ছেড়ে)।
সনেট-০২: সূরা ইনফিতার (৯-১৯)।
বিষয়: পাপ-পূণ্যের প্রতিফল.....
কর্মফল দিবসেরে মিথ্যা মনে করো
নিশ্চয়ই সম্মানিত লেখকেরা লিখে
সবই তাঁরা জানেন তোমরা যা করো
(অবশেষে যেতে হবে আল্লাহর দিকে)।
নিশ্চয় নেক বান্দারা নেয়ামতে রবে
পাপী-তাপীদের স্থান দোযখে (দূর্গতি)
শেষ বিচারের দিনে সেথা পৌঁছে যাবে
কখনো সেখান থেকে পাবে না নিষ্কৃতি!
"কর্মফল দিবস কি" তুমি তা জানো কি?
দিনটি সম্পর্কে জ্ঞান তোমার আছে কি?
(সেদিন হাশর মাঠে জমায়েত হবে)।
আসবেনা উপকারে কেউ কোন কাজে
ফয়সালার ক্ষমতা আল্লাহর কাছে
(পাপ-পূণ্যে ঠিকঠিক প্রতিফল পাবে)।
..............................................
সরল অনুবাদ: এখানে দেখুন-- সূরা আল-ইনফিতার পবিত্র কুরআনের ৮২ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ১৯। সূরাটি মক্কায় অবতীর্ণ।
ছবি:গুগল হতে......
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮