একটি পতাকার জন্য-০১
উৎসর্গ: সকল মুক্তিযোদ্ধাদেরকে.......
স্বাধীনতা যুদ্ধে পাকিদের হামলা তবুও এ প্রাণ বাঁচে,
মা বোন সাথী ছেলেটার দোয়া সঙ্গে আমার আছে।
এইতো সেদিন একটা বুলেট কান ঘেঁষে গেল চলে!
"এক সাথে বুঝি বাঁচা হলো না আর" শংকায় উঠি বলে।
শত শত যোদ্ধা দূর্গম পথে দেশের জন্য লড়ে,
স্বাধীন দেশের স্বপ্ন এ বুকে পতাকা আনবো ঘরে।
নিজের জীবন বিপন্ন করে রোগ শোক অনাহারে,
কোন কিছুতেই বাঙ্গালী টলেনা শত্রুদেরকে না ডরে।
চারিদিকে শুনি কান্নার আওয়াজ মা-বোনেদের হাহাকার!
আমার বোনের জন্য এ হৃদয় করে উঠে চিৎকার!
জীবন সাথীটাও বাড়িতে আমার বুকেতে স্নেহের রতন,
বৃদ্ধ আম্মার কুশলাদি জানতে বিচলিত হৃদয় মন!
হঠাৎ একদিন চিঠি দিল প্রিয়া বোনটার নাই খোঁজ!
ছেলে বুকে নিয়ে কেমনে বাঁচিবো মনে বড় সংকোচ।
এইদিকে তুমি বাড়িতেও নাই খেয়ে না খেয়ে যায় রোজ,
মেয়ের চিন্তায় আম্মাও ভীত দিতে নাহি পারি বুঝ!
রাজাকার এসে থাকার ঘরটাতে গেল আজ আগুন দিয়ে!
কোন মতে সবে নিয়েছি যে ঠাঁই বাবার বাড়িতে গিয়ে।
সাতদিন পর বোনটার খোঁজ পেয়েছি বাড়ির পাশে!
সুন্দর দেহটাকে খুবলে খেয়েছে হানাদার উল্লাসে!
ক্ষত-বিক্ষত দেহটাতে তবু নিবু নিবু প্রাণ দেখি!
চিল্লায়ে ডাকি কে আছো কোথায় এখনো যে প্রাণ বাকি!
চলবে...........
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩১