ছবি: গুগল থেকে.....
শুরুতে স্মরণ খোদা দয়াময় রব
পবিত্র সত্তায় তিনি মনে অনুভব।
সনেট-০১: সূরা আ'বাসা (আয়াত: ০১-১০)
বিষয়: এক অন্ধ লোকের প্রতি রাসূল (স.) এর উদাসীনতার বর্ণনা।
ভ্রুকুঞ্চিত করে মুখ ফিরিয়ে নিলেন
অন্ধ আগন্তুক যবে সামনে এলেন,
তুমি কি জানতে (নবী, ওহে মুহাম্মদ)!
হয়তোবা পেত সে শুদ্ধির সম্পদ।
কিংবা গ্রহন করতো মহা উপদেশ
বহু উপকার পেত সুফল অশেষ,
মানে না যে তব কথা বেপোরোয়া হয়ে
তবু তুমি মনযোগী কেন তারে লয়ে?
অথচ শুধরে যদি না নেয় নিজেকে
( ভুল পথে থেকে যদি না মানে সে লোকে)
কোনই দায়িত্বভার নাই তব 'পরে।
যেই লোক ভয় করে তাঁকে মন থেকে
ছুটে আসে তব কাছে শুদ্ধতার দিকে
মুখ কেন ফিরে নাও বেখেয়ালে তাঁরে?
সনেট-০২: সূরা আ'বাসা (আয়াত: ১১-২০)
বিষয়: কুরআনের সংরক্ষণ ও মানুষ সৃষ্টির বর্ণনা।
(অন্ধজন যে চাইবে ঈমানের ধারা)
কখনো উচিত নয় অবহেলা করা,
কিতাবের সব কথা উপদেশ বাণী
যে চাবে সে স্মরণ করবেই জানি।
লওহে মাহফুজে যা সংরক্ষিত আছে
উচ্চ মর্যাদাসম্পন্ন পূত সেই বাণী,
সুরক্ষিত আছে ইহা লেখকের কাছে
সম্মানীয় পূত তাঁর আচরনখানি।
সর্বনাশ মানুষের! সত্য ডেকে রাখে
কোথা হতে পয়দা সে হিসেব কি রাখে?
(কোন অবস্থায় তাকে খোদা গড়েছেন?)
করেছেন লোক সৃষ্টি শুক্র হতে যিনি
অত:পর যথাযথ সাজালেন তিনি
চলার পথ আসান করে দিয়েছেন।
সনেট-০৩: সূরা আ'বাসা (আয়াত: ২১-৩২)
বিষয়: পুনরুত্থান ও আল্লাহর নেয়ামতের বর্ণনা।
অত:পর প্রতি প্রাণে মৃত্যু দিয়েছেন
এরপর গোরদেশে তাকে রেখেছেন,
অত:পর আল্লাহর মর্জি অনুযায়ী
পুন:রায় উজ্জীবিতে করবেন স্থায়ী।
না, এরপরও সবে অর্পিত আদেশে
পুরোপুরি ভাবে নাহি পালন করেন,
দেখুক মানুষ তার খাবার বিশেষে
(কত ধাপ পার করে সামনে আনেন!)
পৃথিবী ভিজিয়ে দেই মেঘ থেকে জলে
জমীন ভরিয়ে দেই উদ্যান ফসলে
অত:পর শস্যদানা বের করি ফলে।
শাক-সব্জি জলপাই আঙ্গুর খেজুরে
গহন কাননরাজি তৃণাদি ও ফলে
তোমা তরে, তোমাদের পশুর মঙ্গলে।
সনেট-০৪: সূরা আ'বাসা (আয়াত: ৩৩-৪২)
বিষয়: কেয়ামত এবং নেককার ও বদকার লোকদের অবস্থা বর্ণনা।
গগনবিদারী ডাকে কেয়ামত হবে
পিতা-মাতা-ভ্রাতা লোকে ফেলে রেখে যাবে,
সঙ্গিনী ও পুত্রগণে খোঁজ নাহি নিবে
ঘটনা এরকমই দেখবেই সবে।
আপনাতেই সন্ত্রস্ত ব্যতিব্যস্ত রবে
আনন্দোচ্ছল চেহারা অনেকের হবে,
সহাস্য প্রফুল্ল তাঁরা সতত থাকবে
সেদিন বিশ্বাসীদের চিন্তা নাহি রবে।
আবার কত সে মুখ ধূলিময় হবে
আচ্ছাদিত কালিমায় পতিত থাকবে
মলিনতায় পূর্ণ সে মুখ ছেয়ে যাবে।
অস্বীকারকারী তারা মহান কিতাবে
এরাই পাপিষ্ট লোক নশ্বর পার্থিবে
পঙ্কিলতায় ডুবন্ত। (এখন কি হবে?)
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১