সনেট-০১: সূরা নাবা (আয়াত ০১-১১)
বিষয়: আল্লাহর সৃষ্টির মাহাত্ম
আল্লাহর নামে করি আরম্ভ সতত
দয়ালু মহান রব সেঁ মহিমান্বিত,
কি নিয়ে একে অপরে ওরা জিজ্ঞাসিত?
মহাসংবাদ সম্পর্কে, (ওরা নয় ভীত)?
নানান মতবিরোধে সু-স্পষ্টত লিপ্ত
করুক মত বিরোধ (দেখি পারে কত)!
ঠিকক্ষণ হলে পরে জেনে যাবে সত্য
অবশ্যই ঠিকক্ষণে জানবেই সত্য।
বিছানায় পরিনত করিনি ভূমিকে?
পেরেক হিসেবে এই পর্বতমালাকে?
তোমাদের সকলকে জোড়া সৃজিলাম।
তব নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী
আবরন দিয়ে আমি (নিশি) রাত্রি গড়ি
জীবিকা উপার্জনেতে দিন বানালাম।
সনেট-০২: সূরা নাবা (আয়াত ১২-২০)
বিষয়: আল্লাহর সৃষ্টি ও কেয়ামত শুরুর অবস্থা
মজবুত সপ্ত আকাশ করেছি নির্মান
তোমাদের উপরেই ছাদসম করি,
স্থাপন করেছি এক উজ্জল প্রদীপ
জলধর মেঘ থেকে বৃষ্টিপাত করি।
সেখানেই সব প্রাণে জীবন সঞ্চারী
শস্য-লতা-গুল্ম এতে করি উৎপাদন,
আরো ঘন পত্রপুষ্প শোভিত বাগান
তোমাদের তরে সব মহোত্তম করি।
নিশ্চয়ই নির্ধারিত বিচারের দিন
শিঁঙ্গায় ফুৎকার দেয়া হবেই সেদিন
তোমরা মিলিত হবে সেদিন মিছিলে।
দৃশ্যমান আকাশকে দেয়া হবে খুলে
বহুত দরজা সৃষ্টি সেদিনই হবে
মরিচিকাসম যাবে পর্বতেরা চলে।
সনেট-০৩: সূরা নাবা (আয়াত ২১-৩০)
বিষয়: পাপীদের প্রতিদান
জাহান্নাম প্রতিক্ষায় আছে নিশ্চয়ই
বিদ্রোহীদের আবাস এটা চিরস্থায়ী,
মখমল স্বাধ সেথা ওরা নাহি পাবে
ক্ষতঝরা তপ্ত পুঁজ সেখানেই খাবে।
জাহান্নামে নেয়া হবে পাপীদের টেনে
আরামদায়ক ঠান্ডা পাবেনা সেখানে
তৃষ্ণা নিবারণকারী সেথা নাহি রবে
পাপকাজ যত তার প্রতিফল পাবে।
হিসাব নিকাশে আশা করেনি কখনো
প্রত্যাখ্যান করেছিলো সব নিদর্শন
প্রতিটি জিনিস আমি গুনে লিখলাম।
তখন বলবো আমি স্বাদ নাও মর্মে
আজাব আর আজাব নিজ কৃতকর্মে
পাপীর আবাস ইহা শক্ত জাহান্নাম।
সনেট-০৪: সূরা নাবা (আয়াত ৩১-৩৯)
বিষয়: পূণ্যবানদের পুরষ্কার
নিশ্চয় সাফল্য আছে মুত্তাকীর তরে
বাগিচারা অপেক্ষায় শোভিত আঙ্গুরে
নবযৌবনা তরুণী সমবয়সীরা
উচ্ছসিত পানপাত্রে সেথা দিবে ধরা।
শুনবেনা সেথা কোন বাজে মিথ্যা কথা
তাঁর কাছ থেকে পাবে প্রতিদান যথা
আকাশ জমিন আরো এ' দু'য়ের মাঝে
দয়াময় তিনি ছাড়া মালিক না আছে।
তাঁর আগে কথা বলে শক্তি নাহি পাবে
ফেরেশতা ও আত্মারা কাতারে দাঁড়াবে।
দয়াময় অনুমতি ঠিক যাকে দিবে
সেই শুধু কিছু কথা যথার্থ বলিবে।
কেয়ামত নির্ধারিত সেদিনেই হবে
এখন যার ইচ্ছা সে তাঁর পথ নিবে।
সনেট-০৫: সূরা নাবা (আয়াত ৪০)
বিষয়: পাপীদের হা-হুতাশ যেমন হবে
(এখনো কি সন্দিহান আল্লার ব্যাপারে?
বিশ্বাস হয়না তবু উঠাবে হাশরে?
চোখ মেলে দেখ তার শত কল্যাণ
নিশ্চয়ই বেড়ে যাবে তোমার ঈমান।
তাঁকে ভুলে যদি থাকো শয়তান পিছে
এত কিছু দেখে যদি ঈমান না আসে
জীবনের ষোল আনা হয়ে যাবে মিছে
হাশরের মাঠে হবে মহা অপমান।)
নির্ধারিত শাস্তি নিয়ে করছি সতর্ক
যা নিয়ে সতত করো তোমরা বিতর্ক
জীবনের কৃতকর্ম সেদিন দেখবে।
"আহা রে, মৃত্তিকা হলে?" কাফের বলবে
(কেন যে করিনি আমি সত্য কর্ম ভবে
হা-হুতাশ যা করুক লাভ নাহি হবে।)
সরল অনুবাদ ও বিস্তারিত: এখানে দেখুন....
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪০