ছবি: গুগলের....
সুখ ফিরে আসবেই এধরার পানে
আখিঁজল স্রোত সবে মুছে যদি দেই
অভাগা আশ্রয়ে যদি ভাবি সব জনে
ভূলোকের 'পরে জানি সুখ আসবেই।
সব লোক ভাই ভাই মিলে যদি থাকি
দু:খ সব দূরে যাবে সুখ আবেশেই
অভাব থাকবেনাতো এ ধরায় বাকি
আধার যতই থাক ঘোর কাটবেই।
দুনিয়ার 'পরে কিছু দান করি যদি
আনন্দ সূর্যটা দিবে সুখ নিরবধি
সব লোকে মিলে যদি হই প্রতিবেশি।
মনুষ্য এ দলে যদি মনুষ্যত্ব থাকে
মায়া মহব্বত যদি অল্প কেউ রাখে
চোখে জল থাকবেনা ফুটবেই হাসি।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৩