"সূরা তীন"-এর ভাবানুবাদ
শুরুতেই পাক নাম আল্লাহ স্মরণ
দয়াময় রব যিনি অতীব মহান।
.............................................
শপথ যয়তুনের, আন্জীর-ডুমুরে
সাক্ষী তূর পর্বত সিনাই প্রান্তরে,
শপথ রইলো এই নির্বিঘ্ন নগরে
সৃষ্টি করেছি মানুষ উৎকৃষ্ট আকারে।
(পাপকাজ করে যেই সত্য অস্বীকারে)
আমি তাকে পৌঁছে দেই হীন নিম্নস্তরে,
অগাধ ঈমানে যারা পূণ্যকর্ম করে
মহাপ্রতিদানে দেই পুরষ্কার তারে।
অবিশ্বাসে কেয়ামত রাখো অত:পরে?
(কোন ক্ষমতার বলে, কোন অহংকারে?
পাকরাও হতে হবে বলি করে পণ।
যতো আছো বিচারক ভূলোকের 'পরে
শোন সব অবিশ্বাসী রাখি প্রশ্ন করে)
" শ্রেষ্ঠতম বিচারক আল্লাহ কি নন?"
...................................................
"সূরা তীন"-এর সরল অনুবাদ:
শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
এবং এই নিরাপদ নগরীর।
আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?
"সূরা তীন"-এর বিষয়বস্তু: এখানে দেখুন।
ছবি: গুগলের.....।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪