সূরা ফিল অবলম্বনে....।
বিসমিলা রব নাম শুরুতে প্রথম
দয়ালু দয়াময় সেঁ শোভিত উত্তম।
----------------------------------
আপনি কি দেখেননি আপনার রব-
গজবাহিনীকে সাজা দিলেন কিরূপ,
তাদের ষড়যন্ত্র কি ব্যর্থ করেননি?
ঝাঁকে ঝাঁকে ছোট পাখি তিনি পাঠালেন।
(ছোট ছোট পাখি ছিলো নাম আবাবিল)
নিক্ষেপ করেছে যারা পাথরের ঢিল,
অতঃপর তৃণসম তারা গেল হয়ে
ভক্ষিত চর্বিত তৃণ তিনি বানালেন।
(এভাবেই চিরকাল নস্যাত করেন
যে করে চক্রান্ত ফন্দি ও ফিকির
প্রতিপালকের দ্বীনকে যে চায় নেভাতে।
এতো নয় তুচ্ছ কিংবা ধূলিকণাসম
বাতিলের ফুঁৎকারেতে উড়ে যাবে নাতো
দ্বীনের বিস্তৃতি জানি সপ্ত আকাশেতে।)
.............................................।
আয়াতসমূহ:
বাংলা ভাষান্তরে এ সূরার পাঁচটি আয়াত নিম্নরূপ:
১. আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
২. তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
৩. তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
৪. যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
৫. অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।
ঐতিহাসিক পটভূমি পড়তে এখানে ক্লিক করুন.....।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫