জীবনটা যদি হতো সনেটের মতো
অথবা স্বপ্নের মতো সুন্দর রঙ্গীন
যদি না থাকতো হিংসা উঁচু-নিচু ভেদ
না থাকলে হানাহানি কতো ভালো হতো।
এমন কি দেশ হবে? কবে কোন দিন?
ধনী-দরিদ্ররা মিলে ভেদাভেদ ভুলে
সীসা ঢালা প্রাচীরের সম একদেহ
ভালোবাসা সুখ এসে সেথা ধরা দিতো।
এমন সমাজ হবে জেনে রাখো সবে
কুরআনের আলোকে জীবনটা যবে
নবীর দেখানো পথে পারবে সাঁজাতে।
ওমর ফারুক কিংবা আলী উসমান
জন্মিবে প্রতিটি ঘরে দেখবে তখন
স্বপ্নরা দিবেই ধরা পৃথিবী মাটিতে।
...........................................।
এস এম ইসমাইল ভাইয়ের মন্তব্যের প্রতি উত্তর করতে গিয়ে সনেট লিখেছিলাম।
প্রতি উত্তর না করেই ব্লগে দিয়ে দিলাম।
মন্তব্যটি আমার ২য় সনেটে করেছিলেন।
কৃতজ্ঞতা প্রিয় ভাইটিকে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১১