শ্রদ্ধেয় বাবা!
বলা হয়নি মুখে ভালোবাসি তোমায়
তুমি যে মনের কাবা।
শোধ হবে নাকো' জীবনে তোমার আছে যত অবদান।
খেদমতে তার দিন করো পার
করো নাকো' ভুল হও হুঁশিয়ার-
হয়ে যাও সাবধান।
ওহে জন্মদাতা!
ছোঁয়াতে তোমার খুলেছে আমার
শৈশব হালখাতা।
কোথা থেকে মনে বলো পাও এতো দৃঢ় শক্তি?
শরীরে তোমার ক্ষয় ক্লান্তিতে নাহি ভয়
থামো নাকো' তুমি তাই-
পায়েতে তোমার শ্রদ্ধা অযুত ভক্তি।
বাবা, তুমি যে আমার হীরু!
কতো ভালোবেসে ফুঁটিয়েছো মুখে হাসি
হওনিকো' তুমি ভীরু।
সুখে-অসুখে হাসি ছিলো মুখে অভাব বুঝতে না দিয়েছো।
যখন চেয়েছি যাহা আদরে দিয়েছো তাহা
দেহটাকে তুমি যন্ত্র বানিয়ে-
দিন-রাত খেটে গেছো।
হাদিসে বলেন রাসুল!
বাবার সম্মান রেখে তুমি চলো
অজান্তে যেন নাহি হয় ভুল।
হে মানব সন্তান! বাবাকে কভু করো নাকো' অপমান।
পিতার খুশিতে প্রভুর খুশি
পিতার নাখোশে আল্লাহ বেজার-
এতো নবীজীর ফরমান।
উহ শব্দটি!
মা-বাবার 'পরে রাগি বিরক্তি মনে জাগি
আক্রোশে মুখে কভু কও যদি।
দুনিয়া বা আখেরাতে ধ্বংস হবে তুমি; বরবাদ এ জীবন।
না পাইলে মাফ মুছবেনা পাপ
জাহিলিয়াতে মৃত্যু তোমার হবে-
আহা! বৃথা যাবে যৌবন।
স্মরণ রাখো সদা!
মা-বাবার মনে যদি দাও ব্যাথা
মাথা ঝাঁকি দিয়ে যদি কও কথা-
আল্লাহর আরশ ঊঠবে নড়ে!
শত আযাব কষ্টে রবে কবর দেশেতে পরে।
শেষ বিচারে ঠাঁই হবে জেনো-
নরকের ঘোর অন্ধকারে!
.......................................................
ছবি: গুগল থেকে....
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৮