চারিদিকে হারবাল
যুবকের নাই তাল
কতো জনে যায় দেখ চিপা ঐ গলিতে,
একদিনে মোটাতাজা
সপ্তাহে সমাধান
কতো পোস্টার দেখ অলিতে গলিতে।
দশ দিনে টাক সারে
ন্যাড়া মাথা চুল বাড়ে
দেখো চেয়ে কতো যে প্রচারে টিভিতে,
স্বামী বউয়ে দ্বন্দ্ব
ছাড়াতে মন্দ
সাত তলায় কবিরাজ বসে নিজ বাড়িতে।
নাকে তে পলিপাস
পায়ু পথে টিউমার
সেরে যাবে অপারেশন তার যে লাগে না,
গাল মুখ ভরে যাবে
মুখে রুচি সেও পাবে
তাইতো জনগণ তাকে আর ছাড়েনা।
ভুত পেত দূরে যাবে
ক্যন্সার সেরে যাবে
ডায়বেটিস সেতো আর জীবনে রবে না,
কিডনি পাথরে
ব্যাথা খুব জঠরে
চিন্তাকি সবখানে হারবাল আছে না।
পড়ালেখায় নাই মন
কাঁদে শিশু সারাক্ষণ
বদ জীন পিছু তার কেন যে ছাড়েনা?
পানি পড়া ঝাড় ফুঁক
অল্পতে সেরে যাবে
পাঁচশর বেশি টাকা এখন আর লাগেনা।
বিয়েতে পাও ভয়
দ্রুত হয় ধাতু ক্ষয়
স্বপ্নদোষ পিছু তোমার কোন দিন ছাড়েনা?
এক কোর্স ফুল ধরো
টাকা কিছু জমা করো
এক ফাইলের বেশি মনে হয় লাগেনা।
কালো রং ফর্সায়
রাখো তারে ভরসায়
মেছতা নিয়ে আর চিন্তা রবে না,
স্বামী কথা শুনে না
তোমাকে মানে না
এতো কিছু নিয়ে আর চিন্তা থাকবেনা।
পাহাড়ী বনজী
কলিকাতা হারবাল
দোকানের দেখা পাবে শনিরঐ আখড়াতে,
প্রয়োজনে ফোন করো
কবিরাজ এসে বড়
ঔষধ দিয়ে যাবে নগদ ঐ টাকাতে।
গাড়িতে লিফলেট
লাগানো পোস্টার
পরিবার নিয়ে সেথা বসা যেন যায় না,
লজ্জায় মাথা হেট
কিযে সব ভাষা দেখো
মনে হয় এতো সব মেডিকেল লাগেনা।
হারবাল বাদ দাও
ঠিকমতো খানা খাও
মুঠোফোনে বেশিক্ষন চ্যাটিংয়ে থেকো না,
মধু কালো জিরা খাও
ইবাদতে মন দাও
সব কিছু ঠিক হবে তুমি অতো ভেবো না।
পর্ণ মুভি ছেড়ে দাও
নিজেকে শোধরাও
ভয় সব ঝেড়ে ফেলো রেখ নাকো মনে মনে,
প্রয়োজনে যেতে পারো
প্রসিদ্ধ ডাক্তারে
আলোচনা করে দেখ প্রবলেম সমাধানে।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫