বল বীর-
চির তৈলাক্ত মম শির!
তৈল বিনা আমারি নত নেহি শির, আমি বাংগাল হিমাদ্রীর!
বল বীর-
বল সহমত ভাই,
পাশে আছি ভাই,
মান-সম্মান-ইজ্জত ভেদিয়া,
লজ্জা শরমের মাথা ছেদিয়া,
উঠিয়াছি চির তৈলাক্ত আমি বিশ্ব বিধাত্রীর!
মম ললাটে তৈলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর-
চির তৈলাক্ত মম শির!
আমি চামচা-ইতর-হংস,
আমি তৈলে বিবেক,মনুষ্যত্ব, ইজ্জত করি ধ্বংস,
আমি মহান নেতা,চুদিরভাই দূর্বার,
আমি ভেঙ্গে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,
আমি তৈল মর্দনে বন্ধন গড়ি, নিয়ম কানুন শৃঙ্খল!
আমি মানিনা কোন আইন,
আমি ভাইয়ের ডান হাত,বাম হাত,
ভাসমান মাইন!
আমি ভাইয়ের এলোকেশে তৈলের ঝড়
অকাল মরুভূমির,
আমি বেহায়া,আমি নির্লজ্জ বিশ্ব বিধাত্রীর!
বল বীর-
চির তৈলাক্ত মম শির।
আমি তাই করি ভাই যখন চাহে এমনে যা,
করি বন্ধুরে গালাগাল,ধরি শত্রুর সাথে পাঞ্জা,
আমি উন্মাদ,আমি ডান্ডা,
আমি মহামারী, তৈলে ঠান্ডা,
আমি ত্রাস এ ধরিত্রীর!
আমি উষ্ণ তৈলে চির-অধীর।
বল বীর-
চির তৈলাক্ত মম শির!
(সংক্ষেপিত)
.......................................
{জাতীয় কবির "বিদ্রোহী" কবিতা অবলম্বনে }
রচিত প্যারোডি কবিতা।
ছবি: রস+আলো থেকে....
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০