পদার্থের ব্যবহারিক পরীক্ষা হলে;
প্রেমের দৈর্ঘ্য মেপে নিব আমি-
ডিজিটাল স্কেলে।
ফাঁকি আমি দেবনা তোমার হিতে,
আরো আছে স্লাইড ক্যালিপার্স;
অল্প প্রেমও বাদ যাবে না তাতে।
প্রেমের ওজন মাপার তরে;
তৈরি হয়নি কোন বাটখাড়া,
তুলাযন্ত্র কিংবা স্ক্রু গজে-
কোন ভাবেই পড়বে না তা ধরা।
তোমার চাইতে বেশি বাসতে পারিনি ভালো;
বেসেছিলাম এক- দশমাংশ,
তোমার হৃদয়ের মিঠা পুকুরে তাই-
আমি যেন ছোট্ট বরফের অংশ।
তোমার প্রেমকে কোন এককে প্রকাশ করি বলো;
গ্রাম, মিটার নাকি লিটার!
প্রকাশ করবো কোন রাশি দিয়ে
ভেক্টর নাকি স্কেলার?
তোমার প্রেমের মৌলিকত্বে-
মুগ্ধ হয়েছি আমি; মৌলিক পদার্থের মতো,
ইচ্ছা মতো যৌগ তৈরি করে-
করে দিব জীবন পার; আর কিছু চাইনা তো।
তুমি তো প্রেম পরিবাহী;
তড়িৎ করো বহন,
মানব আমি তাই তোমার স্পর্শে-
প্রেমের ঝাঁকুনি লাগে ভীষণ।
তীব্র চৌম্বক পদার্থের মতো-
এদেহে যখন মিশে যাও,
সবচেয়ে বড় চুম্বক যেন আমি-
এমন প্রেম কি দেখেছো কোথাও?
যদি কখনো হারিয়ে ফেলি-
ভালোবাসার চুম্বকত্ব,
ছেড়ে যাবে কি আমায়;
যদি না থাকে প্রেমের মৌলিকত্ব?
এখনো ঘূর্ণায়মান আমি-
ঠিক যেন পর্যাবৃত গতি,
কৃষ্ণগহ্বরে হারিয়ে যাবো আজ-
হোক না আমার ক্ষতি।
ইলেক্ট্রনের মতো ঋণাত্মক চার্জ নিয়ে-
তোমাতে পতিত হই পরম উল্লাসে,
প্রেমের সুধা পিয়ে;
চার্জহীন আমি পড়ে তোমার পাশে।
তোমাতে আমাতে মিশে গিয়ে সেদিন-
তৈরি হয়েছিল পরমানু,
হাজারটা পরম একত্র হয়ে তাই
বৃহৎ স্বতন্ত্র এক অণু।
.............................
ছবি সূত্র: আমার সংবাদ ডট কম
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬