নারী বন্দনাঃ
.....................................
তুমি কন্যা তুমি ভগ্নি- বধূ
মমতাময়ী মা,
তুমি নামী তুমি দামি
তোমায় ভুলে যাব না।
মাঃ
.....................................
তুমি শাসন তুমি বারণ
তুমি মমতাময়ী মা,
তুমি আমার জান্নাত
তোমার হয়না তুলনা।
তুমি জীবন তুমি মরন
আবার জন্মদাত্রী তুমি,
তোমার আচল তলে যেন-
শুদ্ধ শীতল ভূমি।
বোনঃ
.....................................
তুমি ভগ্নি তুমি ভালোবাসা
তুমি এক টুকরো আদর,
আমার অবুঝ মনে তুমি
ভালোবাসার চাদর।
তুমি দুষ্ট তুমি পাজি
তুমি ঝগড়াটে আর রাগি,
সময় হলে আবার তুমি
সবচেয়ে বেশি ত্যাগী।
কন্যাঃ
.....................................
তুমি ফুল তুমি ভুল
তুমি মায়াবতি কন্যা,
তোমায় পেলে মনে জাগে
আনন্দেরই বন্যা।
তুমি আনন্দ তুমি হাসি
তুমি আলোকিত বাড়ি,
তুমি জান বুকে প্রাণ
তুমি পৃথিবী আমারই।
তুমি জোসনা তুমি আলো
এখন আমার কুঁড়েঘরে,
তোমায় ছাড়া কেমনে রবো
এই পৃথিবী পরে।
বধূঃ
.....................................
তুমি বধূ তুমি প্রেয়সী
তুমি আমার মনের সুখ,
তোমায় পেলে খুশিতে তাই
ভরে যায় এ বুক।
তুমি আশা তুমি রূপবতী
তুমি আমার মনের হুর,
তোমায় পেলে সকল দুঃখ
চলে যায় বহুদূর।
তুমি শক্তি মনে ভক্তি
তুমি আমার নিরুপমা,
কোন কিছুর সাথে তোমার
দেবো না উপমা
তুমি রানী তুমি কেশী
তুমি চক্ষু শীতলকারী,
তুমি খুশি এ হৃদয়ের
তুমি বিজয়লক্ষী নারী।
.....................................
(বিঃদ্রঃ আগামীকাল আপনাদেরকে "প্রেমের ব্যাকরণ" শিখাব ইনশাআল্লাহ।)
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২