১. ‘রিজাল’ (পুরুষ) শব্দটি কুরআনে এসেছে ২৪ বার। তার বিপরীতে ‘ইমরাআহ’(স্ত্রী) শব্দটিও এসেছে ২৪ বার।
২. ‘দুনিয়া’ শব্দটি কুরআনে এসেছে ১১৫ বার। তার বিপরীতে ‘আখিরাত’ শব্দটিও এসেছে ১১৫ বার।
৩. ‘মালাইকাহ’(ফেরেশতা) শব্দটি কুরআনে এসেছে ৮৮ বার। তার বিপরীতে ‘শায়াতীন’ (শয়তান) শব্দটিও এসেছে ৮৮ বার।
৪. ‘মুসীবাত’(বিপদ) শব্দটি কুরআনে এসেছে ৭৫ বার। তার বিপরীতে ‘শুকরিয়া’(শুকরিয়া জ্ঞাপন) শব্দটিও এসেছে ৭৫ বার।
সুবহানাল্লাহ! দেখুন কি আজব মিল কুরআনে খুঁজে পাওয়া যায়। আল্লাহ যে আছেন এবং কুরআন মাজীদ যে তাঁর বাণী এ বিষয়টি নি:সন্দেহে তারই প্রমান।
(অন্যদেরকে শিয়ার করার আবেদন রইল)
সংগ্রহীত