এখান থেকে আপনি ইচ্ছা মত নেটওয়ার্ক নেম এবং পাসওয়ার্ড দিতে পারেন তবে পাসওয়ার্ড হতে হবে কমপক্ষে ৮ ডিজিট। এরপর দেখবেন আপনার পাশের কম্পিউটার এ অটোমেটিক আপনার দেওয়া নেটওয়ার্ক নেম পেয়ে গেছে। এখন একটি মডেম দিয়ে অনেক গুলো ল্যাপটপ এ নেট ব্যবহার করুন। এটা প্রায় ১০০ মিটার পর্যন্ত কাজ করে। তবে রুম এর ভিতর ব্যবহার এর জন্য খুবই উপযোগী।
শর্ত আপনার কম্পিউটার এ অবশ্যই WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক থাকতে হবে। সাধারণত সকল ল্যাপটপ এ ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN)থাকে।
যারা ডেক্সটপ ব্যবহার করেন বা যাদের WLAN নেই তারা মাত্র কয়েক শত টাকা দিয়ে wifi device কিনতে পারেন।
আমি উইন্ডোজ সেভেন ব্যবহার করি উইন্ডোজ এক্সপি তে কাজ করবে কিনা জানি না।
নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করুন
View this link ভাল থাকবেন সবাই আল্লাহ্ হাফেজ।
সুত্র-
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২৫