রঙের বৈশাখ
বৈশাখ তুমি
বৃষ্টির পরে রংধনুতে রং,
বৈশাখ তুমি
মঙ্গল শোভায় হরেক রকম ঢং।
বৈশাখ তুমি
দল বেঁধে ঐ মেলার মাঠে যাওয়া,
বৈশাখ তুমি শানকি ভরা
পান্তা ইলিশ খাওয়া।
বৈশাখ তুমি আলপোনাতে
রঙের কারুকাজ,
বৈশাখ তুমি বোনের হাতের
নতুন শাড়ির ভাঁজ।
বৈশাখ তুমি খোকার গালে
তুলতুলে আঁকা ফুল,
বৈশাখ তুমি নীল আকাশে
ঘুড়ির কানের দুল।
বৈশাখ তুমি মাঝে মাঝে
বৈশাখী ঝড় আনো,
ভাঙ্গা গড়ার কাজটি তুমি... বাকিটুকু পড়ুন