কঠিন ভাষায় সহজ কথাটা বলতে চাই ।
ভূতপূর্ব কথার পৌনপুনিক
ঢেউহীন সমুদ্রের নৈমিত্তিক ক্রান্তি
তোমার নৈকট্য যেন সাধারন মহিমাহীন
তোমার দূরত্ব আবার অসাধারন কাঙ্খিত
প্রতিমা পূজায় যদি পাপ হয়
মহাপাপী আমি তোমার মানস-প্রতিমার আশ্রিতা
স্রষ্টার সৃষ্টির বিশ্লেষন করি না
আমার সৃষ্টিই আমার আশ্চর্য
তোমার সৃষ্টি নিরন্তর অত্যাশ্চর্য
মৃত্যু যদি নিদ্রা না হয়ে থাকে
তাহলে আমি আমৃত্যু তোমার নিদ্রা হব
ঘোর স্বপ্নের মাঝে নিদ্রিত জেগে থাকা
তোমার চঞ্চলতা আমার স্বপ্নের সঞ্চার
আমার অস্তিত্বের নিছক গবেষণা
তোমার নিরবতা আমার স্বপ্নের ব্যাঞ্জন
দিবারাত্র স্মরণ করতে চলমান
বিশুদ্ধ সম্পর্কের কী বা রূপ
মর্মভেদী নিষ্ঠুরতায় নির্বিচারে নিশ্চল
অবিশুদ্ধতার মাহেন্দ্রক্ষণে বারবার
আশ্রয় নেয় সাম্যতা, ন্যয্যতা, সভ্যতা
সভ্যতাই কি পৃথকহীনতার সমস্বত্ব মিশ্রণ
নাকি বিশ্বব্রহ্মার রক্ষাকবজ
তাঁরই মহান অস্তিত্বের প্রমান
সম্পর্ক বিশুদ্ধকরনের মহান যুদ্ধ
তিল থেকে তাল পর্যন্ত বিরাজমান
মিলনের মাপকাঠি আজ বিভাজিত
ভিন্নতার স্বাদে আস্বাদযুক্ত বিরহ
ক্ষনস্থায়ী সখ্যতাই যেন অতিদূর সমুদ্র
আজন্ম প্রেমে অভ্যাসজাত সহজাত প্রবৃত্তি
প্রেম তাই সার্বিকতায় পূর্ণতাহীন
ভালবাসার মৃত্যুই তার প্রকৃত সমাধান।