একান্ত ব্যক্তিত্বহীন সম্পর্কের অমনিবাস
অক্ষান্ত তাড়নায় জর্জরিত আত্মা ।
বিগলিত হয়ে তৃপ্ত হয় ঈশ্বর ।
কিছু সম্পর্ক যেন আজীবনের
কিছুবা ক্ষণকালের
সম্পর্ক কখনো অচিন্ত্য ব্রত
কখনো বা অনভিপ্রেত আকাঙ্খা ।
সম্পর্ক হৃদয় কুঁড়ে খায়
কখনো বা ফুসফুসের আমৃত্যু প্রশ্বাস
চোখের খেলায় তৈরী সম্পর্ক
যেন কান্নার প্রতিচ্ছবি
কখনও শুধুই ভাল লাগা ।
আগুনের পরিত্রান লব্ধ লোহা
যেন সম্পর্কেরই প্রতিফলন
লাভারূপ জ্বলেই যার ব্যবহার ।
ধর্মের দোহাই অনেক সম্পর্ক
সম্পর্কহীন ধর্মেরই বা কি ভিত্তি ?
নিরুত্তাপ সম্পর্কে অভ্যস্ত
বিজ্ঞতাই তার কেবল প্রমাণ
দিবা রাত্রি গোধূলী
যেন সম্পর্কের টানাপোড়েন
মানুষ কখনো হারায়
কখনো বা সারিয়ে তোলে
তবুও তো বেঁচে থাকি
দূঃসম্পর্কের আর সুসম্পর্কের অনভ্যস্ত বেড়াজালে ।