মনের কাছে বারবার আশ্রয় নিতে চাইছি
মন বলে,আমিই সেই ছোট্টটি আশৈশব শৈবাল
আত্মার কাছে মন যেন কাঙ্গাল
আত্মা তাই বলে, আমিই যে তোমার পরমাত্মীয়
মন যে চায় চঞ্চল চপলতা
আত্মা চায় প্রশান্তি আর পরিত্রান
মনের ভিতর জন্মে বিশাল প্রকৃতি
আত্নার প্রকৃতিই যেন তার বিশালতা
মন চায় আত্মার বিসর্জন
আত্মার আকুতি মনের আত্মীয়তা
মায়াবী মনে কত প্রতিক্ষা, প্রকল্প
মহাত্মার সঙ্কল্প সদা সচেষ্ট সক্রিয়
মন নিয়মের মাঝে নিজেকে লুকায়
আত্মা যেন নিয়মের বেড়াজাল
মনের উপর সর্বদাই এক চিন্তার স্রোত
আত্মা তাই নির্ঘুম চলমান অপার্থিব
মন-আত্মার এই গরমিলের হিসাব
এই পরিশ্রান্ত দেহ কিভাবে দিবে?
মনের কাছে হেরে গেলেও
আত্মার কাছে হারতে চাই না
তবে কি মনের মাঝে কোন আশা নাই
আত্মাই কি সকল আশার খোরাক
চঞ্চল চপল তরুণীর মন কি তার আত্মার পরিত্রান নয়?
শৈশবের আজানু অপরিচ্ছন্নতা কি আত্মার শুদ্ধি নয়?
পুকুরে ঘোলাজলে ডুবসাঁতার
আত্মার শান্তি না মনের প্রশান্তি?
ভাগ্য কি আত্মার নাকি মনের খেলা
ঘর ছেড়ে পালিয়ে যাওয়া যায়
মন ছেড়ে পালিয়ে যাওয়া যায়
আত্মা কি পালাতে পারে?
মায়ের মাতৃত্ত্ব কি মনের না আত্মার
মনের কাছে আত্মার কি মূল্য
আত্মাই যদি না মনের মূল্যায়ন করে !
মাগো, আমায় ক্ষমা কোরো
তোমার মন নাকি আত্মা থেকে?
আত্মার বশই কি মনের অবকাশ
আত্মার বার্ধক্যই কি মনের তারুণ্য?
আমার মন যেন শৈশবের সাঁতার
সন্ধ্যায় ফিরে মায়ের হাজার বকুনি
কথায় কথায় কেঁদে ফেলা
আবার সহজেই হাসাহাসি
আত্মা কি আমাকে কাঁদাবে
নাকি নির্বাক হাসি হাসবে সারাজীবন ??