জীবন যেখানে দূর্বিষহ
মানুষ করে ক্ষমার প্রতিক্ষা
কিন্তু চিকিৎসকের মহা প্রতিক্ষার অবসান
রুগীই যেন তার চরম বিরক্তি।
নামটাতে বন্ধুত্বের স্পর্শ
বিপাকে পড়ে সেই মহা বন্ধুত্বের আত্মা
নেই বন্ধুত্ব চিকিৎসকের সাথে চিকিৎসকের,
সেবিকার সাথে সেবিকার,
পরিষ্কারকের সাথে পরিষ্কারকের ।
তবুও সকল বন্ধুত্বের সম্মীলন আসে
যেন রুগীর সাথে রুগীর।
তাদের বন্ধুত্বের স্বাদ যেন পরমাত্মার
যেন "বুঝিবে সে কিসে, কভু আশিবিষে"।
থিয়েটারের সামনে অপেক্ষমান
মা-বাবা-ভাই-বোন-সন্তান-প্রিয়েরা
বারবার যেতে চায় মুখটি দেখতে
পায়না খবর ভাল থাকার
অস্থির চঞ্চল মন যেন চিকিৎসকের উপহাস্য
তবুও ফিরে পায় প্রশান্তি
মহা হিসাবরক্ষকের আশায়
কতকাল চলবে এ ব্যাথার প্রহর
কতকাল প্রতিক্ষা করব ক্ষমা পাবার
ক্ষমা নেবার
যাব না ঐ ক্ষ্যাত -নামা হাসপাতালে।।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪৮