(১)
সতত তুমি মোর রয়েছ যে স্মরণে
সতত থেক তুমি মোর জীবনে মরণে
এনেছি ছিনিয়ে তোমায়, হতে নীল আকাশ
এনেছি তোমায় আমি, হতে ঘন বাতাস
রেখেছি তোমায় আমি হৃদনেত্র কোণে
দিয়েছি সর্বসত্ত্বা তব আমি মনে মনে
কন্ঠে তোমার ওগো সেই কলতানে
কিজে প্রশান্তি তব মোর এ প্রাণে।।
(২)
ঘোলা নদীর ঘোলা জলে
ডুবতে কতই মজা
তুমি প্রিয়া বুঝবে সেদিন
যেদিন পাবে সাজা ।
ঘোলা জলে ডুবলে পরে
দেখবে নাতো কেউ
আমরা শুধুই দেখব তব
সুখ সাগরের ঢেউ ।
নদীর পানি ঘোলাই ভাল
স্বচ্ছ ভাল নহে
তবেই সেতো নদী হবে
নচেৎ কেবা কহে ?
মোর নদী যবে ঘোলা হবে
বুঝব সেদিন তবে
এ মনটি তব দিনটি পেতে
চিরদিনই রবে।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩৫